কম্পিউটার ও ল্যাপটপ ভালো রাখার টিপস।

 কম্পিউটার আজকের সময় দাঁড়িয়ে কত অপরিসীম তা বলে শেষ করা যাবে না। কেননা প্রত্যেকটি কাজে কম্পিউটার বা ল্যাপটপ যেকোন ভাবে ব্যবহার হয়ে আসছে। তাই কম্পিউটারকে বাদ দিয়ে কোন কিছু ভাবা সম্ভব নয়। অফিস আদালত বা কর্মক্ষেত্র ছারাও পার্সোনাল কাজে মানুষ কম্পিউটার ব্যবহার করেন, কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন কারনে কম্পিউটার বা ল্যাপটপ কাজ করতে গিয়ে অনেক রকম সমস্যা দেখা দেয়। এই সমস্যা দূর করার জন্য আজকের এই আলোচনা।


  • কম্পিউটারে বা ল্যাপটপে অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনষ্টল করবেন না।
  • কম্পিউটারে ভালো মানের একটি এন্ট্রিভাইরাস ব্যাবহার করুন।
  • কম্পিউটারে কাজ শেষ হয়ে গেলে যে সব সফটঅয়্যার আপাতত আর কাজে লাগবে না, সেগুলি আনইনস্টল করুন।
  • কম্পিউটারে একসাথে দুই বা ততোধিক ভারি প্রোগ্রাম ব্যাবহার করবেন না।
  • কম্পিউটারের প্রত্যেক ড্রাইভে মিনিমাম ১৫% জায়গা খালি রাখুন, এতে পিসির স্পিড বাড়বে।
  • পিসিতে ডিক্স/পেন ড্রাইভ যাই add করুন না কেন, অবশ্যই ওপেন করার আগে ভালো এন্টিভাইরাস দিয়ে চেক করে নেবেন।
  • কম্পিউটারকে একটানা গেমিং হিসাবে ব্যাবহার করা যাবে না।
  • সপ্তাহে অন্তত একবার হলেও ডিক্স ডিফ্রাগমেন্ট করুন।
  • এছাড়া CCleaner ইউটিলিটিজ ব্যবহার করতে পারেন। নিয়মিত কম্পিঊটার পরিস্কার রাখার জন্য এটি একটি ভাল সফটওয়্যার।
  • কম্পিউটারে UPS ব্যবহার করবেন। ল্যাপটপ হলে তো কোন কথায় নেই।
  • ইলেকট্রিক সুইচ বোর্ডে আরথিং না থাকলে আরথিং করে নিবেন।
  • কম্পিউটারকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ব্যবহার করবেন।

এছাড়া ও

  • যত্নে রাখুন কম্পিউটার বা ল্যাপটপ।
  • স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করা।
  • অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা।
  • কিবোর্ড প্রটেক্টর ব্যবহার করা।
  • বাতাসের চলাচল ঠিক রাখা।
  • তরল পদার্থ থাক দূরে।
  • ল্যাপটপের কাছে খাবেন না।
  • পরিষ্কার হাতে ল্যাপটপ ব্যবহার করা।
  • শুধু ডিসপ্লে ধরে ল্যাপটপ সরাবেন না।
  • বছরে একবার সার্ভিসিং করা।
  • ব্রাশ দিয়ে পরিষ্কার করা।
  • ল্যাপটপের ওপর ভারী কিছু না।
  • দ্রুত তাপমাত্রা পরিবর্তন না করা।
  • বৈদ্যুতিক সংযোগ খুলে ফেলা।
  • তার যেন পেঁচিয়ে না যায় সেদিকে খেয়াল করা।
  • বিছানা বা বালিশের উপরে ব্যবহার করবেন না

Comments