হার্ডডিস্কে অধিক পরিমান জায়গা দখলের প্রতিজোগীতায় ভিডিও ফাইল নিঃসন্দেহে শীর্ষস্থান অধিকার করবে । এই ভিডিও ফাইল কম্প্রেস করার কার্যকর পদ্ধতি তেমন নেই । জিপ ইউটিলিটি ভিডিও ফাইলের ক্ষেত্রে ভালো কাজ করে না । আবার বিট রেট কমিয়ে ভিন্ন ফরমেটে কনভার্ট করলে ভিডিওর মান খারাপ হয়ে যায় । উইন্ডোস মুভি মেকারের সাহায্যে ভিডিও ফাইলের মান মোটামুটি ৮০ – ৯০ ভাগ অক্ষুণ্ন রেখে ফাইলের সাইজ প্রায় অর্ধেক এ নামিয়ে আনা যায় । এর মাধ্যমে হার্ডডিস্কের প্রচুর জায়গা বাঁচানো যায় । নিচের পদ্ধতিতে চেষ্টা করে দেখুন –
১। উইন্ডোস মুভি মেকার ওপেন করুন । File > Import collection এ গিয়ে ফাইলটি সিলেক্ট করে ok করুন । ভিডিওর
ক্লিপ তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ।
ক্লিপ তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ।
২। এবার কালেকশন এরিয়ার সবগুলো ক্লিপ সিলেক্ট করে মাউস এর রাইট বাটন ক্লিক করে Add to timeline এ ক্লিক করুন ।
ওয়ার্ক স্পেসে ক্লিপগুলো ধারাবাহিক ভাবে দেখা যাবে ।
ওয়ার্ক স্পেসে ক্লিপগুলো ধারাবাহিক ভাবে দেখা যাবে ।
৩। এবার File > Save Movie File এ ক্লিক করুন । Next চাপুন । এবার নতুন ফাইলের নাম লিখুন এবং কোথায় সেভ করা
হবে তা সিলেক্ট করে দিয়ে Next চাপুন ।
হবে তা সিলেক্ট করে দিয়ে Next চাপুন ।
৪। এবার Other settings রেডিও বাটনে ক্লিক করুন এবং ড্রপডাউন লিস্টবক্স হতে Video for LAN(768 Kbps) সিলেক্ট
করুন । নিচে মুভি সেটিংস এবং ফাইল সাইজ দেখা যাবে । এবার Next চাপুন ।
ফাইলটি সেভ হতে সময় লাগবে ।
করুন । নিচে মুভি সেটিংস এবং ফাইল সাইজ দেখা যাবে । এবার Next চাপুন ।
ফাইলটি সেভ হতে সময় লাগবে ।
Comments
Post a Comment