অ্যান্ড্রয়েড ডিভাইসে ‘স্মার্ট কম্পোজ’ ফিচারটি চালু করবেন যেভাবে....

সাম্প্রতিক সময়ে প্রযুক্তি বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার(এআই) জয়জয়কার। গত কয়েক বছর ধরেই প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের উদ্ভাবিত নানা পণ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার সফল প্রয়োগ ঘটিয়েছে। অনেক ক্ষেত্রে আবার কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তিতেও নানা ধরণের পণ্য ও ফিচার আনছে প্রতিষ্ঠানগুলো। সেই ধারাবাহিকতায় অ্যাপল, গুগল ও মাইক্রোসফটের মত প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে তাদের বিভিন্ন পণ্য ও সফটওয়্যারে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করছে। তাদের উদ্ভাবিত স্মার্টফোনগুলোর অ্যাপস ও সফটওয়্যারেও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ লক্ষণীয়।
সম্প্রতি গুগল তাদের ইমেইল সার্ভিসে টাইপিংয়ের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার চালু করেছে। ‘স্মার্ট কম্পোজ’ নামের নতুন এই ফিচারটি অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য উন্মুক্ত করেছে জিমেইল।
জিমেইলের নতুন এই ফিচারে গ্রাহকের লেখার ধরণ বুঝে বাক্য সম্পূর্ণকরণের সাজেশন তৈরি ও প্রদর্শন করছে স্মার্ট কম্পোজ। জিমেইলের ওয়েব ভার্সন আগেই চালু হলেও অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য নতুন ভার্সনে ফিচারটি সদ্যই অবমুক্ত করেছে গুগল। ফলে এই ফিচারের মাধ্যমে একজ্ন জিমেইল গ্রাহক টাইপিংয়ের ক্ষেত্রে পুরো বাক্য না লিখেই পেয়ে যাবেন তার কাঙিক্ষত সাজেশন। তাতে ট্যাপ করে বাক্য গঠন সম্পূর্ণ করে পরের বাক্যে চলে যেতে পারবেন এবং পুরো মেসেজিং চলবে একই প্রক্রিয়ায়। এতে গ্রাহক টাইপিংয়ে যেমন সুবিধা পাবেন, তেমনি সময়ও সাশ্রয় হবে বহুলাংশে।
অ্যান্ড্রয়েড ওএস চালিত স্মার্টফোনসহ যেকোন ডিভাইসে ফিচারটি সচল করতে চাইলে নিচের পদ্ধতিটি অনুসরণ করুন-
যা যা প্রয়োজন:
  • সচল গুগল অ্যাকাউন্ট
  • জিমেইল এর সর্বশেষ ভার্সনের অ্যাপ

ফিচারটি চালু করবেন যেভাবে-

জিমেইল অ্যাপের আপডেট ভার্সনটি খোলার পর নতুন ইমেইল লেখার সময় স্ক্রিনের সামনে স্বয়ংক্রিভাবে Smart Compose লেখা পপ-আপ উইন্ডো চলে আসবে।
ফিচারটি চালু করতে চাইলে জিমেইল অ্যাপের ডানদিকে উপরের কোণায় থাকা + এর সাথে থাকা ‘কম্পোজ’ আইকনটি চাপুন।
নতুন ইমেইল উইন্ডো আসার পর স্ক্রিনের সামনে স্বয়ংক্রিভাবে Smart Compose লেখা পপ-আপ উইন্ডো আসলে সেটি ডিসমিস করে টাইপিং চালিয়ে যান। দেখবেন শব্দ সাজানোর সময় স্বয়ংক্রিয়ভাবে বাক্যের পুরো অংশ সাজেশনে চলে আসছে।
জিমেইল অ্যাপের সেটিং অপশন থেকে প্রক্রিয়াটি অন্যভাবেও চালু বা বন্ধ করা যায়। সেক্ষেত্রে-
১. মোবাইলে জিমেইল অ্যাপটি ওপেন করে এর বামদিকের উপরের কোণায় থাকা তিনটি আড়াআড়ি  রেখার সম্বলিত আইকন ট্যাপ করুন।
২. এর পর সেখানে থাকা সেটিং অপশনে গিয়ে ইমেইল অ্যাকাউন্ট সিলেক্ট করুন।
৩. জেনারেল সেটিংসে থাকা Smart Compose অপশনটি খুঁজে বের করুন
৪. ফিচারটি চালু বা বন্ধ করতে করতে টোগল করুন।

Comments