নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে বেশিরভাগ ক্রেতাই ফোনের স্পেসিফিকেশন বা এর অন্তর্নিহিত বৈশিষ্ট্য বিবেচনায় আনেন। পাশাপাশি অনেকে নতুন কেনা ফোনের বিক্রয়োত্তর সেবা, পুনর্বিক্রয় মূল্য(রিসেল ভ্যালু)’র বিষয়টিও চিন্তা করেন। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বেশিরভাগ ক্ষেত্রেই ভাবা হয়না, সেটি হলো ফোনের রেডিয়েশনের মাত্রা।
ফোনের রেডিয়েশন বিষয়ে অনেকেরই ধারণা নেই। প্রতিটি মোবাইল ফোন মূলত একেকটি রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিটিং ডিভাইস। ফলে এর মাধ্যমে তরঙ্গের যে বিকিরণ ঘটে তার নির্ধারিত সীমা অতিক্রম করলে মানবস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। অন্যদিকে মানব শরীরও একটি নির্দিষ্ট মাত্রার তরঙ্গ বিকিরণ শোষণ করতে পারে। এই মাত্রাটি স্পেসেফিক অ্যাবজরপশন রেট বা এসএআর বলা হয়। বিশ্বব্যাপাী মোবাইল ফোনের এসএআর মাত্রা নির্ধারণ করা হয়েছে প্রতি কিলোগ্রাম এককে ১.৬ ওয়াট। এর চেয়ে বেশি বিকিরণ কোন ফোন থেকে তৈরি হলে সেটি স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ বলে বিবেচিত হবে।
তাই ব্যবহৃত কিংবা পছন্দকৃত ফোনের এসএআর মাত্রা জেনে নেয়াটা জরুরী।
ফোনের রেডিয়েশন জানতে প্রথমে যা করতে হবে:
কিছু স্মার্টফোন কোম্পানি তাদের পণ্যের এসএআর মাত্রা ফোনের বাক্সে থাকা ম্যানুয়াল গাইডে উল্লেখ করে থাকে। আবার অনেক প্রতিষ্ঠান বিষয়টি তাদের ওয়েবসাইটে দিয়ে থাকে। যদিও ছোট্ট একটি ট্রিক্সের মাধ্যমেই ফোনের এসএআর মাত্রা বের করা সম্ভব।
এসএআর ভ্যালু বের করার পদ্ধতি:
- হ্যান্ডসেটটি আনলক করে এর ডায়ালার অপশনে যান
- এরপর *#07# কোডটি চাপুন
- স্মার্টফোনের অন্তর্নিহিত এসএআর রেটিং স্বয়ংক্রিয়ভাবে জানান দেবে।
একই রকমভাবে গ্রাহক তার স্মার্টফোনের আইএমইআই নম্বরও বের করতে পারবেন।
স্মার্টফোনের আইএমইআই নম্বর বের করতে-
- স্মার্টফোনের ডায়ালার অ্যাপে যান
- এরপর *#06# কোডটি চাপুন
- ফোনের স্ক্রিনে স্বয়ংক্রিয়ভাবে আইএমইআই নম্বর প্রদর্শন করবে।
Comments
Post a Comment