মেসেঞ্জারে ডার্ক মোড চালু করবেন যেভাবে.....

মেসেঞ্জার অ্যাপের ইন্টারফেসে সম্প্রতি বেশ কিছু নতুন ফিচার যোগ করেছে ফেসবুক। এর মধ্যে ডার্ক মোড অন্যতম। ইতোমধ্যেই উইন্ডোজ-১০, ক্রোম, ইউটিউব, মজিলাসহ বেশ কিছু অপারেটিং সফটওয়্যার, সোশ্যাল সাইট এমনকি সার্চ ইঞ্জিনেও ডার্ক মোড বেশ জনপ্রিয়তা পেয়েছে। তারই ধারাবাহিকতা হিসেবে  শীর্ষ জনপ্রিয় মেসেজিং অ্যাপ মেসেঞ্জারেও এই ফিচারটি এনেছে ফেসবুক। তবে এটি চালু করার অপশন আপাতত অ্যাপ-সেটিংয়েই গোপন রেখেছে প্রতিষ্ঠানটি। ভাবছেন তাহলে কীভাবে সেট করা যাবে ডার্ক মোড? বিষয়টি বেশ সহজ। এর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-

প্রথমে যা যা প্রয়োজন:

  • ফেসবুক মেসেঞ্জারের আপডেট ভার্সন
  • সচল ইন্টারনেট সংযোগ
  • এবং অবশ্যই অ্যান্ড্রয়েড বা আইওএস চালিত স্মার্টফোন

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্ষেত্রে প্রথমে যা করতে হবে-

  • প্রথমে গুগল প্লে স্টোরে যান
  • মেসেঞ্জার অ্যাপ খুঁজে বের করুন
  • Update বাটন চেপে নতুন ভার্সনটি ইনস্টল করুন।

আইওএস গ্রাহকরা যা করবেন-

  • অ্যাপলের অ্যাপ স্টোরে যান
  • মেসেঞ্জার অ্যাপ খুঁজে বের করুন
  • Update বাটন ট্যাপ করে মেসেঞ্জার অ্যাপের আপডেট ভার্সনটি ডাউনলোড করে ইনস্টল করে নিন।

ডার্ক মোড সচল করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-

১. আপনার স্মার্টফোনের ফেসবুক মেসেঞ্জারটি চালু করুন
২. চ্যাট উইন্ডো থেকে যেকোন একটি কন্টাকের ইমোজি বাটন ট্যাপ করুন
৩. এরপর ইমোজি লিস্ট থেকে নিচের দিকে স্ক্রল করে Crescent Moon ইমোজি খুঁজে বের করুন
৪. এবার ইমোজিটি পাঠানোর জন্য ট্যাপ করুন
৫. এরপর মুন ইমোজির একটি প্রবাহ দেখা যাবে এবং একটি প্রম্পট মেসেজ আসবে, যেখানে লেখা থাকবে- You have found Dark mode.
৬. প্রম্পটে থাকা Turn on in Setting বাটন অথবা Setting ওপেন করে Profile Picture এ ট্যাপ করুন।
৭. Dark option mode এ টোগল করে ফিচারটি চালু করে নিন।

Comments