উইন্ডোজ-১০ এ নিজেদের অপারেটিং সফটওয়্যারকে পুরোপুরি ঢেলে সাজিয়েছে মাইক্রোসফট। অত্যধুনিক লুক এবং ডিজাইনের পাশাপাশি এর ইন্টারফেস এমনভাবে সাজানো হয়েছে, যা গ্রাহকরা খুব সহজেই পছন্দ করবেন এবং ব্যবহার করে আনন্দ পাবেন।
এরকমই একটি ফিচার রয়েছে উইন্ডোজ-১০ এ। সেটি হচ্ছে পুরোপুরি কালো ইন্টারফেস। এর আগে অপারেটিং সফটওয়্যারে পুরো কালো থিম সেট করতে থার্ড-পার্টি সফটওয়্যার ব্যবহার করতে হতো। বর্তমানে উইন্ডোজ-১০ এর আপডেট সফটওয়্যারগুলোয় এটি দিয়ে রেখেছে মাইক্রোসফট। ফলে গ্রাহক চাইলের্ খুব সহজেই তাদের ওএস সেটিংস থেকে ডার্ক মোডে কনভার্ট করিয়ে নিতে পারেন। ভাবছেন কীভাবে? তাহলে দেখে নিন প্রক্রিয়াটি-
যা প্রয়োজন:
উইন্ডোজ-১০ এর সাম্প্রতিক আপডেটকৃত অপারেটিং সফটওয়্যার।
উইন্ডোজ-১০ এর সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করতে ওএস এর Start Menu তে ক্লিক করে Settings অপশনে যান। সেখানে থাকা Update & Security অপশনটি সিলেক্ট করুন। স্ক্রিনের বামদিকে প্যানেলে থাকা Windows Update এ ক্লিক করুন। এর পর সফটওয়্যারটি ডাউনলোড এবং এর আপডেট ইনস্টল করতে Check now ক্লিক করুন। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, আপনার কম্পিউটারের ইন্টারনেট সংযোগটি চালু রয়েছে।
উইন্ডোজ-১০ এর ডার্ক মোড সচল করতে নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন-
১. আপনার উইন্ডোজ-১০ ওএস এর Setting অপশনে যান
Start menu চেপে বামদিকে থাকা গিয়ার আইকনে ক্লিক করে Setting অপশন খুলুন।
২. Personalisation অপশনটির ভেতরে যান
Setting অপশনগুলোর উপরের সারির সর্বডানে থাকা Personalisation অপশনটিতে ক্লিক করুন। এর ভেতরে থাকা Wallpapers, themes ও colours অপশনগুলো গ্রাহক ইচ্ছেমত কাস্টমাইজ করে নিতে পারবেন।
৩. Colours অপশনটি সিলেক্ট করুন
স্ক্রিনের বাম দিকের Personalisation লিস্টের দ্বিতীয় অপশনটিই colours।
৪. Colours এর নিচের দিকে স্ক্রল করে Choose your default app mode বাছাই করুন
৫. সেখানে থাকা দুটি অপশন Light এবং Dark এমর মধ্যে থেকে Dark এ ক্লিক করুন।
৬. App mode এর Dark অপশনটি ক্লিক করার সাথে সাথে ওএস ইন্টারফেসটি স্বয়ংক্রিয়ভাবে ডার্ক মোডে পরিবর্তিত হয়ে যাবে।
Comments
Post a Comment