এই মূহুর্তে বিশ্বের সবথেকে জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোম। গেল বছরের নভেম্বরে স্টারকাউন্টার ডট কম এর জরিপে দেখা গেছে বিশ্বব্যাপী প্রায় ৭২ শতাংশ ডেস্কটপে ব্যবহৃত হয় তুমুল জনপ্রিয় এই ওয়েব ব্রাউজারটি। যেখানে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সের ব্যবহারের হার নেমে এসে মাত্র ৯.১ শতাংশে দাঁড়িয়েছে। ৪ শতাংশ নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে মাইক্রোসফট এজ।
গ্রাহকের পছন্দমত কাস্টমাইজ ও এক্সটেন করা, ব্যবহারে সহজ, নিরাপত্তা এবং গতিশীলতার কারণে ব্রাউজিংয়ে শীর্ষস্থানে রয়েছে ক্রোম। তবে এর বর্ধিত অ্যাপস, প্লাগ ইনস ও সাইট বিজ্ঞাপনের জন্য ক্রমেই ভারী হয়ে আসে জনপ্রিয় এই ব্রাউজারটি। তবে এসব সমস্যা থেকে পরিত্রাণ পাবারও উপায় রয়েছে। এমন কিছু কাজের টিপস নিয়ে রায়ান্স নিউজ এর পাঠকদের জন্য সাজানো হয়েছে এই আর্টিকেল-
১. বদলে ফেলা যায় ডিফল্ট থিম
ক্রোম ব্রাউজারের লুক বদলে ফেলা খুব সহজ। গুগল ক্রোম ওয়েব স্টোরে থাকা হাজারো থিম থেকে আপনার পছন্দ মত থিম সেট করে নিয়ে পারেন মাত্র এক ক্লিকেই। তবে ক্রোমের বিভিন্ন থিম এর পারফরম্যান্সে কম বেশি প্রভাব রাখে। অতিরিক্ত গ্রাফিক্স ও আকর্ষণীয় লুকের থিমগুলো তুলনামূলক কম পারফরম্যান্স দেয়। চাইলে ক্রোমের ডিফল্ট সেটিং পরিবর্তনও করে নেয়া চলে। সেক্ষেত্রে chrome://settings এ গিয়ে সেখানে থাকা রিসেট বাটন চেপে প্রয়োজন মত পরিবর্তন করা সম্ভব।
২. যোগ করতে পারেন এক্সটেনশন
ক্রোম ওয়েব স্টোর এক্সটেনশনেরও আধার বটে। গ্রাহকের পছন্দ হবার মত অসংখ্য আকর্ষণীয় ফিচার সেখানে রয়েছে। মার্জ অল উইন্ডো, অ্যাডব্লক প্লাসের মত কার্যকরী কিছু এক্সটেনশন এখানে রয়েছে।
তাছাড়া গুগল ড্রাইভ, ক্যালেন্ডার, মেইল, অ্যামাজন, এভারনোট, পিন্টারেস্ট ও এক্সপ্লোরারের মত দারুন জনপ্রিয় সব এক্সটেনশন রয়েছে ক্রোমে।
৩. অপ্রেয়োজনীয় প্রোগ্রাম মুছে ফেলা
আপনি যতি ক্রমাগত অপ্রয়োজনীয় পপ-আপ নোটিফিকেশন পেতে থাকেন এবং সেগুলো যদি আপনার বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে ঝেড়ে ফেলুন সেসব অনাকাঙিক্ষত প্রোগ্রাম। অনেক সময় না বুঝেও এ ধরণের কিছু অ্যাপলিকেশন যোগ হয়ে যায় ব্রাউজার কিংবা পুরো কম্পিউটারে।
কোন অ্যাপ বা সফটওয়্যার ছাড়াই এই সমস্যার দুর করতে চাইলে chrome://settings এর নিচের দিকে থাকা Advanced এ ক্লিক করে শেষের অপশন Clean Up Computer থেকে এই সমস্যা ঝেড়ে ফেলুন।
৪. নেট সংযোগ না থাকলে খেলুন টি-রেক্স গেম
নেটওয়ার্ক সমস্যার কারনে কোন পেইজে ঢুকতে সমস্যা হলে স্ক্রিনে একটি লো-রেজুলেশন ডাইনোসর দেখা যায়। অনেকেই এটি এড়িয়ে যান। কিন্তু এটি যে সময় কাটানোর একটি মজার গেম, সেটি অনেকেই জানেন না।
কিবোর্ডের আপ-অ্যারো ও স্পেসবার চাপলে এটি সচল হয়। এবং ক্যাকটাসযুক্ত পথে চলার ক্ষেত্রে আপ-অ্যারো দিয়ে লাফিয়ে রেসে টিকে থাকতে হয়।
তবে নেট সংযোগ পেলে স্বয়ংক্রিয়ভাবে গেমটি বন্ধ হয়ে পেইজটি পুনরায় লোড হয়।
৫. স্মুথার স্ক্রলিং
নানা কারনেই ব্রাউজারের গতি কমে যেতে পারে, ফলে সাইট লোডিং ও স্ক্রল করে উপরে-নিচে টানার সময় গতি কমে আসে বা বিঘ্ন সৃষ্টি হয়। এই সমস্যার জন্য ক্রোমের রয়েছে চমৎকার সমাধান। তবে সেটি এর সেটিংস পেইজে নয়।
স্ক্রলিংয়ের এই অপশনটির জন্য যেতে হবে chrome://flags এ এবং সেখান থেকে ‘Fast tab/window close অপশনটির ডান পাশে থাকা Disabled/Enabled থেকে Enabled করে নিতে হবে। এরপর স্ক্রিনের ডানপ্রান্তে নিচের দিকে আসা RELAUNCH NOW বাটনে ক্লিক করলে ব্রাউজারটি রিস্টার্ট নেবে। ব্রাউজার স্ক্রলিংয়ে নতুন গতির অনন্য অভিজ্ঞতা অনুভব করুন।
৬. টাইপিয়ো ফ্রম রিকভারি
দারুণ কাজের এই ক্রোম এক্সটেনশনটি আপনার ক্লান্তিকর কাজের অনাকাঙিক্ষত তথ্য হারানোর সমস্যা থেকে পরিত্রাণ দেবে।
অনেক সময় চাকরির আবেদন কিংবা এ জাতীয় কোন গুরুত্বপূর্ণ কাজের জন্য বড় ধরণের ওয়েব ফাইল পূরণ করতে হয়। পুরো ফর্ম পূরণ শেষে সাবমিট করার সময় এরর দেখাতে পারে। এমতাবস্থায় পুরো ফর্মটি পুনরায় নতুন করে পূরণ করতে হয়, যেটি খুবই বিরক্তিকর এবং ক্লান্তিদায়ক কাজ।
টাইপিয়ো ফ্রম রিকভারি তে গিয়ে Add to Chrome বাটন চেপে এক্সটেনশনটি চালু করে নিলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
৭.
সরিয়ে ফেলতে পারেন অতিরিক্ত এক্সটেনশন
অতিরিক্ত এক্সটেনশনের জন্য পাওয়ার সাপ্লাই আসে ক্রোম থেকেই। তাই কোন এক্সটেনশন বিগড়ে গেলে খুব সহজেই ব্রাউজারকে ভারী করে তুলতে পারে।
এই সমস্যা সমাধানে chrome://extensions এ গিয়ে আপনার ব্রাউজারে যেসব এক্সটেনশন যুক্ত আছে তার একটি তালিকা দেখাবে। তাছাড়া এসব এক্সটেনশন মুছে ফেলার জন্য Remove বাটন ও সাময়িক বন্ধ রাখার জন্য স্লাইড বাটনও রয়েছে প্রতিটির সাথে। অপ্রয়োজনীয় এক্সটেনশন মুছে কিংবা বন্ধ রেখে ব্রাউজারের উপর চাপ কমাতে পারেন।
৮. আপডেট রাখুন ব্রাউজার
অনেকেই কাজের পর কম্পিউটার বন্ধ না করে স্লিপ মোডে রাখেন। এই অবস্থায় ক্রোম ব্রাউজার চালু থাকলে তা আপটেড নিতে পারে না। কারণ ক্রোম কেবল তখনই স্বয়ংক্রিয় আপডেট নেয় যখন তা রিস্টার্ট করা হয় বা বন্ধ থাকা ক্রোম চালু করা হয়। ক্রোমে কোন আপডেট পেন্ডিং থাকলে ব্রাউজারের উপরের দিকে ডানকোণায় থাকা উলম্ব তিন ডট (…) এ ক্লিক করে সেখান থেকে সম্পন্ন করা যায়।
Comments
Post a Comment