স্মার্টফোন থেকে পিসিতে কিংবা পিসি থেকে ফোনে ডেটা পারাপারের ক্ষেত্রে প্রথমেই মাথায় আসে ইউএসবি ক্যাবলের কথা। এর বাইরে ব্লুটুথ, বা ওয়াইফাই এর মাধ্যমেও সরাসরি ছোট ও মাঝারি আকারের ডেটা ট্রান্সফার করা যায়। তবে উপরোক্ত পদ্ধতিতে ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে প্রতিবার দুটি ডিভাইসে নতুন সংযোগ স্থাপন করতে হয়। কিন্তু এর বাইরে ক্যাবল ছাড়াই ফোনের সাথে পিসির সংযোগ ঘটিয়ে বড় বড় ফাইল যদি দ্রুত আনা-নেয়া করা যায় সেটি নিশ্চয়ই আরও সহজসাধ্য হবে। ভাবছেন কীভাবে? অ্যান্ড্রয়েড ফোনের সাথে পিসি কানেক্ট করার সেই পদ্ধতিটি ধাপে ধাপে দেখে নিন, আর উপভোগ করুন সহজ ও দ্রুততর ডেটা ট্রান্সফারিং-
প্রথমে…
পুরো প্রক্রিয়া কেবলমাত্র একবারই সংযোগ করতে হয়। এর জন্য প্রয়োজন ওয়াইফাই কানেক্টিভিটি। আপনি চাইলে গুগল প্লে স্টোর থেকে থার্ড পার্টি অ্যাপ নামিয়েও কাজে লাগাতে পারেন।
যেই দুই শর্ত প্রযোজ্য
১. সচল ইন্টারনেট কানেকশন
২. অ্যান্ড্রয়েড ফোন ও পিসি একই ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত থাকতে হবে।
এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১. গুগল প্লে-স্টোর থেকে এফটিপি ফাইল ট্রান্সফার করতে সক্ষম এমন একটি ফাইল ম্যানেজার নামিয়ে নিন। সেটা ইএস বা এমএক্স বা অন্য যে কোন ফাইল এক্সপ্লোরার হতে পারে।
২. ফাইল ম্যানেজার অ্যাপটি নামানোর পর সেটি চালু করে এফটিপি বা ভিউ অন পিসি অপশনটি খুঁজে বের করুন।
৩. আপনার অ্যানড্রয়েড ফোন এবং পিসি একই ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত আছে কি না পরীক্ষা করে নিন
৪. অ্যাপে থাকা এফটিপি ট্রান্সফার অপশনটি চালু করুন
৫. এরপর পিসি ডেস্কটপে থাকা ‘This PC’ বা ‘Computer’ এ যান
৬. উইন্ডোর উপরের দিকে থাকা `Add a network location’ অপশনটি খুলুন
৭. এরপর Next বাটনটি চাপুন। এর পরে আসা উইন্ডোর Choose a custom network location এর ক্ষেত্রেও Next চাপুন
৮. এখন ফাইল ম্যানেজার অ্যাপে থাকা নেটওয়ার্ক URLটি internet or network address অপশনে বসিয়ে Next চাপুন
৯. পরের উইন্ডোতে আসা Username ও Password এর পরিবর্তে `Log on anonymously’ অপশনটি সিলেক্ট করুন
১০. এরপর নেটওয়ার্ক ড্রাইভ নেম প্রবেশ করিয়ে Next চাপুন
১১. প্রক্রিয়াটি সম্পন্ন করতে Finish বাটন চাপুন
১২. এখন পুনরায় `This PC’ তে গিয়ে এর ভেতরে আসা নতুন ড্রাইভের খোঁজ করুন
১৩. ড্রাইভ আইকন খুঁজে পেলে ডাবল ক্লিক করে ড্রাইভটি চালু করুন।
এভাবেই অ্যান্ড্রয়েড চালিত ডিভাইসের সাথে পিসি’র সংযোগ ঘটিয়ে দ্রুত ফাইল আদান প্রদান করা যায়।
Comments
Post a Comment