সাইলেন্ট মোড-এ থাকা আইফোন হারিয়ে গেলে যা করবেন....

বিশেষ কাজের প্রয়োজনে শখের আইফোন সাইলেন্ট রাখতে হয় প্রায়ই। কাজ শেষে সাধারণ মোডে আনার কথা মনে থাকে না। এমন অবস্থায় মনের ভুলে ফোন আড়ালে থাকলে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়ে। নম্বরে কল দিয়েও লাভ নেই, কারণ ফোনে যে সাইলেন্ট মোড অন করা! আইফোন ব্যবহারকারীরা অন্তত একবার হলেও এমন অনাকাঙিক্ষত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। আর যাদের প্রায়ই ফোন সাইলেন্ট করে রাখতে হয়, তাদের ক্ষেত্রে হরহামেশাই ঘটে থাকে এমন অস্বস্তিকর পরিস্থিতি।
এমন পরিস্থিতি এড়াতে অনেকেই ফোন সাইলেন্ট রাখাই বন্ধ রাখেন। অনেকে আবার সারা বাড়িঘর তন্নতন্ন করে খুঁজে এলোমেলো করে ফেলেন।
অনেক আইফোন ব্যবহারকারী তাদের ফোন হারানোর এড়াতে ”Find My iPhone” অ্যাপটি ব্যবহার করে থাকেন। তবে অ্যাপটি সবক্ষেত্রে কার্যকর নয়। বিশেষ করে ফোন কোথায় রাখা হয়েছে বা সর্বশেষ কখন কোন সময় এর লক চালু/বন্ধ করা হয়েছে সেসব মনে থাকাটা খুব সহজ নয়। তাছাড়া এই ফিচারের ফোনকল সার্চ সাইলেন্ট বা Do not disturb মোডে থাকায় বিশেষ কার্যকর নয়।
এরকম পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রেখে বিকল্প একটি উপায়ে খুব সহজেই খুঁজে পাওয়া সম্ভব আইফোন। রায়ান্স নিউজের পাঠকদের সেই কৌশল জানাতেই এই প্রতিবেদন।

যেটা প্রয়োজন

১. আইফোনের ইন্টারনেট সংযোগ চালু থাকতে হবে
২. আইফোনের সেটিংসে থাকা Find My phone ফিচারটি কার্যকর থাকা।

প্রয়োজনীয় পদক্ষেপ

১. অন্য কোন ডিভাইস কিংবা কম্পিউটারের সহায়তায় www.icloud.com সাইটে প্রবেশ করুন।
২. সঠিক আইডি ব্যবহার করে লগ ইন করুন
৩. লগ ইন হলে সাইটটি স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাপল অ্যাকাউন্টের সাথে সংশ্লিষ্ট সব ডিভাইসের সাথে সংযুক্ত হয়ে যাবে।
৪. আপনার কাঙিক্ষত আইফোনটি সংযুক্ত তাালিকায় থাকলে সেটার উপর ক্লিক করুন।
৫. এতে একটি ত্রিমাত্রিক মানচিত্রে ফোনের অবস্থান দেখাবে, সেটিং জুম ইন করে ফোনের অবস্থান চিহ্নিত করুন।
৬. স্ক্রিনের গোড়ায় থাকা Play Sound অপশনটি ক্লিক করুন।
৭. সবকিছু ঠিক থাকলে আপনার আইফোনের লাউডস্পিকারে হাই ভলিউমে অ্যালার্ট টোন বেজে উঠবে।
৮.  অ্যালার্ট টোনের শব্দ শুনে ফোনের অবস্থান নির্ণয় করুন।
৯. ফোনটি খুঁজে পেলে ফোনের অ্যালার্ট টোন করে দিন।

Comments