কম্পিউটারে/ল্যাপটপে যে অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন, জানেন কি সেটা কত ভার্সনের? ডেক্সটপে নিজেই খুব সহজেই, “উইন্ডোজ ভার্সন (Windows Version)” শো করাতে পারেন। এজন্য আপনাকে যা করতে হবে-
>> প্রথমেই Start Menu তে গিয়ে Type করুন Regedit তারপর Enter চাপুন।
>> এবার একটা Registry Window চালু হবে।
>> তারপর এই ডিরেক্টোরিতে HKEY_CURRENT_USER\Control Panel\Desktop যান।
>> PaintDestopversion খুজে বের করে Double Click করুন।
>> এইবার একটা Pop Up Window আসবে সেখানে Value Data 1 দিয়ে ok দিন।
>> সবশেষে PC একবার Restart দিন।
👍
এখন আপনার বর্তমান Windows Version টি ডেস্কটপের ডানপাশে নিচের দিকে দেখতে পাবেন।
⏳
আবার আগের অবস্থায় ফিরে যেতে চাইলে যেখানে প্রথমবার Value Data 1 করেছিলেন, সেখানে Value Data 0 করে দিন।
Comments
Post a Comment