উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় কিছু সিএমডি(cmd) কমান্ড...


সিএমডি(CMD) কমান্ড বা কমান্ড প্রম্পট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি এপ্লিকেশন। এর মাধ্যমে কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে নির্দেশ দেওয়া যায়। এভাবে অপারেটিং সিস্টেমকে দিয়ে অনেক ধরনের কাজ করিয়ে নেওয়া যায়। তবে এখানে নির্দেশ দিতে সুনির্দিষ্ট ভাষা ব্যবহার করতে হয়।

যেভাবে খুলবেন কমান্ড প্রম্পট:

ডেস্কটপের সার্চ বক্সে Command Prompt বা cmd লিখে সার্চ দিলে এপ্লিকেশনটি আপনি পেয়ে যাবেন। ক্লিক করলেই খুলবে কালো ব্যাকগ্রাউন্ডের কমান্ড প্রম্পট। এখানেই যত নির্দেশনা দিতে হবে।

গুরুত্বপূর্ণ কিছু কমান্ড:

Chkdsk- হার্ডডিস্কে কোন সমস্যা আছে কিনা চেক করে দেখবে এবং তা সমাধান করবে।
Systeminfo-  আপনার কম্পিউটারের সকল ইনফরমেশন দেখাবে।
Powercfg /energy- এই কমান্ডটি  কম্পিউটারে কোথায় কি পরিমাণ পাওয়ার ব্যয় হচ্ছে তার একটি রিপোর্ট দেখাবে।
Ipconfig- আপনার কম্পিউটারের বর্তমান IP address দেখতে পারবেন।
Ping- এই কমান্ডটির মাধ্যমে আপনার কম্পিউটার অন্যকোন ডিভাইসের address এ তথ্য আদান-প্রদান করতে পারছে কিনা তা চেক করতে পারবেন। “ping google.com” এই কমান্ডটি দিয়ে দেখতে পারেন।
Pathping- এটি ping এর এডভান্স একটি কমান্ড যার মাধ্যমে জানতে পারবেন আপনার কম্পিউটার থেকে অন্য ডিভাইসে তথ্য আদান-প্রদানে কত গুলো route অতিক্রম করতে হলো। “pathping google.com”  এই কমান্ডটি চালিয়ে দেখতে পারেন।
tracert – এটি কিছুটা pathping কমান্ডের মতই কাজ করে তবে এই কমান্ডটির মাধ্যমে  কম্পিউটার থেকে অন্য ডিভাইসে তথ্য আদান-প্রদানে প্রত্যেক route এ কত সময় লাগলো তা জানতে পারবেন।
sfc /scannow-   আপনার কম্পিউটারে কোন ফাইল করাপ্ট বা মিসিং থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে রিপ্লেস করে নিবে।
আশাকরি কমান্ডগুলো কাজে লাগবে। প্রতিটি কমান্ড সঠিক স্থানে লিখে তারপর Enter কি চাপলে কমান্ডগুলো কাজ করবে।


Comments