ডকুমেন্ট পড়ার ক্ষেত্রে আমরা অ্যাডোব অ্যাক্রোবেট ব্যবহার করে থাকি। পিডিএফ ফরম্যাটের এই ফাইলগুলো বিনামূল্যে উপভোগ করার সুযোগ থাকলেও এটি এডিট করার সুযোগ থাকে কেবল পেইড ভার্সনগুলোয়।
তবে আপনি যদি অ্যাডোবের পেইড গ্রাহক না হয়ে থাকেন এবং পিডিএফ এ কাজ চালিয়ে যেতে চান, তবে আপনার জন্য ছোট্ট একটি টিপস রয়েছে যাতে খুব সহজেই অ্যাডোব অ্যাক্রোবেট ছাড়াই পিডিএফ ফাইল এডিট করতে পারবেন।
এর জন্য নিচের প্রক্রিয়া অনুসরণ করতে হবে-
১. প্রথমে যে পিডিএফ ফাইলটি এডিট করতে চান, সেটি গুগল ড্রাইভে আপলোড করতে হবে।
২. গুগল ড্রাইভে পিডিএফ ফাইল আপলোড করতে হলে, গুগলের My Drive এ গিয়ে- New > File Upload তারপর আপনার কম্পিউটারের যেখানে উদ্দিষ্ট ফাইল সংরক্ষণ করা রয়েছে সেখান থেকে ফাইলটি বাছাই করুন।
৩. ফাইল আপলোড হয়ে গেলে গুগল ড্রাইভে সংরক্ষিত সেই ফাইলের উপর রাইট ক্লিক করুন।
৪. অপশন উইন্ডো থেকে Open with > Google Docs.
৫. Google Docs এ ফাইলটি খুলে গেলে আপনার প্রয়োজনমত ফাইলটি এডিট করে ফাইলটি পিডিএফ -এ সেভ করে রাখুন।
উল্লেখ্য যে, উপরে প্রদর্শিত প্রক্রিয়ায় পিডিএফ ফাইলে কেবলমাত্র টেক্সট অর্থাৎ লেখা সংশোধন করা যাবে। ছবি বা অন্য কোন ধরণের আইটেম যেমন গ্রাফ, চার্ট ইত্যাদি কিংবা ডিজাইন পরিবর্তনের ক্ষেত্রে কিছুটা রদবদল হতে পারে বা কোন কন্টেন্ট হারিয়ে যেতে পারে।
Comments
Post a Comment