উইন্ডোজ ১০ এর সর্বশেষ ভার্সনটি যদি আপনার কম্পিউটারে নানা রকম অসুবিধার সৃষ্টি করে কিংবা আপনি যদি অপারেটিং সফটওয়্যারটি ব্যবহারে সন্তুষ্ট না হন, সেক্ষেত্রে এটি কম্পিউটার থেকে আনইনস্টল করাই শ্রেয়।
সেক্ষেত্রে আপনাকে যা করাতে হবে-
প্রথমে Settings > Update & security > Recovery এরপর ‘Go back to the previous version of Windows 10’ অপশনটি আসলে ‘Get started’ এ ক্লিক করুন।
এই পর্যায়ে একটি উইন্ডো আসবে, যাতে লেখা থাকবে ‘why you want to revert to a previous version’; প্রশ্নটির উত্তর দিয়ে এগিয়ে যান এবং পরবর্তী উইন্ডোতে No, thanks এ ক্লিক করুন।
পরে উইন্ডোতে নির্দেশ মোতাবেক বার্তা দেখে ‘Next’ ক্লিক করুন। আপনার সিদ্ধান্ত নিশ্চিত করতে পুনরায় ‘Next’ ক্লিক করুন। এরপর উইন্ডোজ ১০ অক্টোবর ভার্সনটি আনইনস্টল করতে ‘Go back to earlier build’ এ ক্লিক করুন।
সফটওয়্যারটি ইনস্টলের ১০ দিনের মধ্যে আনইনস্টল না করতে পারলে পুরনো ভার্সনে ফেরার অপশনটি বন্ধ হয়ে যাবে। সুতরাং তখন শুধুমাত্র ম্যানুয়ালি আনইনস্টল করে পরে ISO file দিয়ে উইন্ডোজের পুরনো ভার্সনে ফেরা সম্ভব।
সেক্ষেত্রে আপনাকে যা করাতে হবে-
প্রথমে Settings > Update & security > Recovery এরপর ‘Go back to the previous version of Windows 10’ অপশনটি আসলে ‘Get started’ এ ক্লিক করুন।
এই পর্যায়ে একটি উইন্ডো আসবে, যাতে লেখা থাকবে ‘why you want to revert to a previous version’; প্রশ্নটির উত্তর দিয়ে এগিয়ে যান এবং পরবর্তী উইন্ডোতে No, thanks এ ক্লিক করুন।
পরে উইন্ডোতে নির্দেশ মোতাবেক বার্তা দেখে ‘Next’ ক্লিক করুন। আপনার সিদ্ধান্ত নিশ্চিত করতে পুনরায় ‘Next’ ক্লিক করুন। এরপর উইন্ডোজ ১০ অক্টোবর ভার্সনটি আনইনস্টল করতে ‘Go back to earlier build’ এ ক্লিক করুন।
সফটওয়্যারটি ইনস্টলের ১০ দিনের মধ্যে আনইনস্টল না করতে পারলে পুরনো ভার্সনে ফেরার অপশনটি বন্ধ হয়ে যাবে। সুতরাং তখন শুধুমাত্র ম্যানুয়ালি আনইনস্টল করে পরে ISO file দিয়ে উইন্ডোজের পুরনো ভার্সনে ফেরা সম্ভব।
Comments
Post a Comment