গত মাসেই বড় এক দুর্যোগের মুখে পড়ে ফেসবুকের নিরাপত্তা ব্যবস্থা। প্রাথমিকভাবে কয়েক লক্ষ অ্যাকাউন্টের ব্যক্তিগত তথ্য চুরির খবর পাওয়া গেলেও সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ হ্যাকড হওয়া অ্যাকাউন্টের মোট সংখ্যা প্রকাশ করে। তাতে প্রায় ২ কোটি নব্বই লক্ষ অ্যাকাউন্টের গোপন তথ্য চুরি হয়ে যাবার এই ঘটনার পর ব্যবহারকারীরা উদ্বেগ প্রকাশ করেছেন।
অ্যাকাউন্ট থেকে তথ্য হাতিয়ে নেয়ার পর দুর্বৃত্তরা সে সব দিয়ে যাতে কোন নাশকতা চালাতে না পারে সেই জন্য এফবিআইয়ে স্মরণাপন্নও হয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। অবশ্য ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, হ্যাক হওয়া অ্যাকাউন্টে মেসেজ দিয়ে তারা জানিয়ে দেবে কী ধরণের তথ্য সেখান থেকে নেয়া হয়েছে।
আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না, বা হ্যাক হলেও ঠিক কী ধরণের তথ্য খোয়া গেছে সেটি পরখ করে নিতে পারেন নিজেই।
যে ভাবে পরীক্ষা করবেন:
ধাপ-১: প্রথমে ফেসবুকের অ্যাকাউন্টে গিয়ে Help Centre এ যান-
ধাপ-২: পৃষ্ঠাটির নিচের দিকে গিয়ে ‘Is my Facebook account impacted by the security issue?’ অপশনটিতে যান।
আপনার অ্যাকাউন্ট যদি হ্যাকিংয়ের শিকার হয়ে থাকে তবে, “Yes. Based on what we’ve learned so far in our investigation, attackers accessed the following Facebook account information” লেখাটি ভেসে উঠবে এবং জানাবে ঠিক কী কী তথ্য হ্যাকাররা নিয়েছে। যেমন হ্যাকাররা যদি নাম ঠিকানা ও ফোন নম্বর নিয়ে থাকে সেগুলো `Name’, `Email address’, `Phone Number’ এভাবে লেখা থাকবে।
আর যদি আপনার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার না হয়, তবে উপরোক্ত বার্তাটি দেখাবে না।
হ্যাকাররা কীভাবে তথ্য চুরি করেছে?
গত মাসে ফেসবুকের প্রায় ৩ কোটি অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয় ওয়েবসাইটের `View As’ ফিচারের মাধ্যমে। হ্যাকাররা অ্যাকাউন্টের নাম,ঠিকানার মত প্রাথমিক তথ্যই চুরি করেনি। ব্যক্তির যোগাযোগের তথ্যও তাদের হাতে গেছে।
Comments
Post a Comment