হোম থিয়েটার সেট আপ করুন নিজেই: জেনে নিন বিস্তারিত:

ঘরে বসে থিয়েটারের আবহে সিনেমা দেখার জন্য হোম থিয়েটারের জুড়ি নেই। কিন্তু এটি খরচসাধ্য ও ঝামেলার ব্যাপার বলে অনেকেই এড়িয়ে চলেন। এই প্রতিবেদনে হোম থিয়েটার সেট আপের জটিল ব্যাপারটি সহজবোধ্যভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। চেষ্টা করে দেখা যাক-

সেট আপ-এর জন্য যা যা প্রয়োজন:

  •         হোম থিয়েটার রিসিভার (aka AV অথবা Surround Sound Receiver)
  •         টেলিভিশন অথবা ভিডিও প্রজেক্টর(স্ক্রিন সহ)
  •         অ্যান্টেনা, ক্যাবল স্যাটেলাইট বক্স(প্রযোজ্য ক্ষেত্রে)
  •         একটি ডিস্ক প্লেয়ার সাথে এক বা একাধিক আল্ট্রা এইডি ডিস্ক বা ব্লু-রে ডিস্ক বা ডিভিডি বা সিডি
  •         মিডিয়া স্ট্রিমার(প্রযোজ্য ক্ষেত্রে)
  •         ডিভিডি রেকর্ডার, ভিসিআর কম্বো কিংভা ভিসিআর(প্রযোজ্য ক্ষেত্রে)
  •         লাউডস্পিকার
  •         সাবউফার
  •         কানেকশন ক্যাবল এবং স্পিকার ওয়্যার।
  •         ওয়্যার স্ট্রিপার(স্পিকার ওয়্যারের জন্য)
  •         ল্যাবেল প্রিন্টার (প্রযোজ্য ক্ষেত্রে)
  •         সাউন্ড মিটার (প্রযোজ্য ক্ষেত্রে)

হোম থিয়েটার সংযোগ:

আগে ঠিক করতে হবে, ঠিক কোন ধরণের মিডিয়া চালাতে যাচ্ছেন। স্যাটেলাইট চ্যানেল, ক্যাবল বক্স, মিডিয়া স্ট্রিমার, ব্লু-রে ডিস্ক বা ডিভি প্লেয়ার যেটিই হোক, সেটার সঙ্গে টিভি বা প্রজেক্টর এবং লাউডস্পিকারের কানেকশন ক্যাবল সংযোগ করতে হবে। এরপর দেখতে হবে টিভি বা প্রজেক্টরে ভিডিও সিগন্যাল এবং লাউডস্পিকারে সিগন্যাল ঠিকমত পাচ্ছে কি না।

সব ডিভাইস একসঙ্গে সংযোগ:

বেসিক সেট আপ-এ টিভি, এভি রিসিভার, ব্লু-রে ডিস্ক বা ডিভিডি প্লেয়ার, মিডিয়া স্ট্রিমার এবং ভিসিআর বা ডিভিডি রেকর্ডার থাকতে পারে। এর সঙ্গে কমপক্ষে একটি পাঁচটি স্পিকারের একটি সেট এবং একটি সাবউফার। তবে মনে রাখতে হবে একেক ধরণের ডিভাইসের সেট আপের জন্য ভিন্ন রকমের সংযোগ পদ্ধতি রয়েছে। সেগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে।

হোম থিয়েটার রিসিভার:

হোম থিয়েটার সিস্টেমের কেন্দ্র হলো হোম থিয়েটার রিসিভার। এতে অডিও ডিকোডিং, প্রসেসিং এবং স্পিকার অ্যম্পলিফাই হয়ে অডিও-ভিডিও ‘র আউটপুট ডিভাইসে অবমুক্ত হয়।

রিসিভার থেকে টিভিতে ভিডিও প্রেরণ:

HDMI পোর্টের মাধ্যমে এভি রিসিভারের সাথে টিভি মনিটরের সংযোগ ঘটনো হলে উৎস থেকে আসা ভিডিও মনিটরে প্রদর্শিত হবে।

টিভি থেকে হোম থিয়েটারে শব্দ প্রেরণ:

টিভি’র অডিও আউটপুট এভি রিসিভারের এইউএক্স ইনপুটের সাথে সংযোগের মাধ্যমে হোম থিয়েটারে টিভিতে প্রদর্শিত ভিডিও’র ছবি পাঠানো যায়। টিভি এবং রিসিভারের এই সংযোগ পোর্ট থাকলেই কেবল এই পদ্ধতিতে সংযোগ সম্ভব। এছাড়া ‍ভিন্নভাবেও সরাসরি হোম থিয়েটারের সাথে টিভি আউটপুট সংযোগ করা যায়।

টিভি অথবা ভিডিও প্রজেক্টর সংযোগ:

অ্যান্টিনা, কেবল, স্যাটেলাইট বক্স কিংবা ইন্টারনেটের মাধ্যমে টিভি চালাতে চাইলে হোম থিয়েটার রিসিভারের সাথে ভিডিও আউটপুট পোর্টের মাধ্যমে সংযোগ দিতে হবে। তবে প্রজেক্টরের ক্ষেত্রে HDMI পোর্টের মাধ্যমে এই সংযোগ দিতে হবে। উভয়ক্ষেত্রে ভিডিও সোর্স, টিভি বা প্রজেক্টরের ও অডিও আউটপুটের ক্ষেত্রে রিসিভারটি রাউটার হিসেবে কাজ করবে।
ব্লুরে ডিস্ক, ডিভিডি ও ডিস্ক প্লেয়ার সোর্স হিসেবে চালানোর ক্ষেত্রে এভি রিসিভারের নির্দিষ্ট পোর্ট ব্যবহার করে সংযোগ করতে হবে।

মিডিয়া স্ট্রিমারের সাথে সংযোগ:

ক্রোমকাস্ট, রোকু কিংবা অ্যামাজন ফয়ার টিভির মত স্ট্রিমার ব্যবহার করতে চাইলে লক্ষ্য রাখতে হবে ইন্টারনেট সংযোগ চালু আছে কি না।এরপর স্ট্রিমারের সাথে এভি রিসিভারের HDMI ইনপুট পোর্টের মাধ্যমে সংযোগ দিতে হবে।

ভিসিআর ও ডিভিডি রেকর্ডারের সাথে সংযোগ:

ভিসিআর বা ডিভিডি রেকর্ডারের সাথে সচরাচর অ্যানালগ পোর্টের মাধ্যমে এভি রিসিভারে সংযোগ স্থাপন করা হয়। তবে ভিসিআর বা ডিভিডি রেকর্ডারের যদি HDMI আউপুট থাকে, তবে এভি রিসিভারের ইনপুট HDMI এর সাথে সংযোগ দেয়া যাবে।

লাউডস্পিকার ও সাবউফার সংযোগ:

এসি রিসিভারের ইনপুট ডিভাইসের সংযোগের পর আউটপুট ডিভাইস হিসেবে লাউডস্পিকার ও সাবউফারের সংযোগ দিতে হবে। এক্ষেত্রে এভি রিসিভারের আউটপুট পোর্টে স্পিকারের দুই জ্যাক সংযুক্ত করতে হবে। সংযোগের সময় লাল ও কালো(পজিটিভ ও নেগেটিভ প্রান্ত) অবশ্যই মিলিয়ে নিতে হবে।
এরপর এভি রিসিভারের আউটপুট প্রান্তে সাবউফারের সংযোগ লাগাতে হবে।
লাউডস্পিকার স্থাপনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এটি যেন দেয়ালে থেকে বেশ দুরে থাকে। দেয়ালের কাছে থাকলে ভাল মানের শব্দ পাওয়া যাবে না।

৫.১ স্পিকার স্থাপন:

৫ স্পিকারের অডিও সেট স্থাপনের ক্ষেত্রে- সাবউফারটি টিভি সেটের ডান অথবা বামপাশে রাখতে হবে। এরপর ডান এবং বাম স্পিকার দুটি সেন্টার চ্যানেলের ৩০ ডিগ্রি কোণাকুনি করে বসাতে হবে। বাকি সারাউন্ড স্পিকার দুটি সেন্টার চ্যানেল থেকে ৯০ থেকে ১১০ ডিগ্রি অ্যাঙ্গেলে স্থাপন করতে হবে যাতে অডিয়েন্স ভিডিওর আসল শব্দের ইফেক্ট অনুভব করেন।

৭.১ স্পিকার স্থাপন:

৭ স্পিকারের হোম থিয়েটার স্থাপনের ক্ষেত্রে-
  •         ডান ও বাম স্পিকার ফ্রন্ট সেন্টারের সাথে ৫.১ স্পিকারের অনুরূপ পজিশনে স্থাপন করতে হবে।
  •         দুই পাশের সারাউন্ড স্পিকার দুইটি লিসেনিং পজিশনে রাখতে হবে।
  •         লিসেনিং পজিশন থেকে রিয়ার ও ব্যাক স্পিকার ১৪০ থেকে ১৫০ ডিগ্রি অ্যাঙ্গেলে বসাতে হবে যেন লিসেনার রিয়েল সাউন্ড ফিল পায়।
হোম থিয়েটার আপনাকে দেবে ভিডিও’র আসল এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা যেটি আমরা সাধারণ স্পিকার থেকে পাওয়া যায় না। উন্নত মানের শব্দ পেতে অবশ্যই ভালো মানের ডিভাইস ব্যবহার করতে হবে। ঘরের আকার বুঝে স্পিকারের সংখ্যা ও শব্দের মাত্রা ঠিক করতে হবে। হোম থিয়েটার ইনস্টলের আগে অবশ্যই ঘরটিকে প্রতিধ্বনিমুক্ত রাখতে হবে, নইলে এটি উচ্চ মাত্রার শব্দজট তৈরি করবে। এছাড়া ঝামেলামুক্তভাবে সেট আপ করার ক্ষেত্রে ডিভাইসের ম্যানুয়ালে থাকা নির্দেশনাও অনুসরণ করতে পারেন।

Comments