উইন্ডোজ-১০ পিসি'তে স্ক্রিনশট নেওয়ার ৭টি উপায়:

চলতি বছরের ১০ অক্টোবর উইন্ডোজ-১০ এর আপডেট ভার্সন এসেছে। তাতে রয়েছে স্ক্রিনশট নেবার নতুন কিছু পদ্ধতি। স্ক্রিনশট নেবার এতদিনের পুরনো পদ্ধতি স্নিপিং টুলের পরিবর্তে এসেছে স্নিপ অ্যান্ড স্কেচ। চলুন দেখে নেয়া যাক উইন্ডোজ-১০ এর নতুন ফিচার স্নিপ অ্যান্ড স্কেচ কিভাবে কাজ করে:

Snip & Sketch:
স্নিপ অ্যান্ড স্কেচ দিয়ে খুব সহজেই স্ক্রিনশট নেয়া ও শেয়ার করা যায়। Snip & Sketch উইন্ডোর উপরে বাম দিকে থাকা New বাটন ক্লিক করে সহজেই স্ক্রিনশট নেয়া যায়।
Snip & Sketch বাটন দেখা না গেলে স্ক্রিনের উপরের দিকে ছোট্ট একটি মেনু থেকে কোন ধরণের স্ক্রীনশট নিতে চান সেটা বাছাই করতে হবে। rectangular, free-form বা full-screen কয়েক ধরণের স্ক্রিনশট অপশন এতে রয়েছে। তবে মজার ব্যাপার হল এটা window-এর কোন স্ক্রিনশট নেয় না।
Snip & Sketch এর New বাটন এর পরের down-arrow বাটন চেপে ৩ থেকে ১০ সেকেণ্ড পরের স্ক্রিনশটও নেয়া যায়।
স্ক্রিনশট নেবার পর সেটি Snip & Sketch এ জমা হয়। এখান থেকে পেন্সিলের সাহায্যে স্ক্রিনশটের উপর লেখা বা ক্যাপশন দেয়া যায়। এছাড়া ক্লিপবোর্ডেও জমা হয় স্ক্রিনশট।

Snipping Tool:
উইন্ডোজ ভিসতার সময় থেকেই উইন্ডোজের সাথে Snipping Tool এর যাত্রা শুরু। New বাটনে ক্লিক করে নতুন স্ক্রিনশট নেবার পদ্ধতি উইন্ডোজ-১০ এ ও অপরিবর্তিত, তবে নতুন আপডেট হিসেবে শুধুমাত্র আয়তাকার আকারের পরিবর্তে যেকোন আকৃতির স্ক্রিনশট নেয়া যায়। তবে উইন্ডোজ-১০ এ স্বয়ংক্রিয়ভাবে Snipping Tool সেভ থাকে না, ম্যানুয়ালি একে সেভ করে রাখতে হয়। তবে ক্লিপবোর্ডে স্বয়ংক্রিয়ভাবে Capture জমা হয়।

Print Screen:
পুরো ডিসপ্লে’র স্ক্রিনশট নিতে কিবোর্ডের Print Screen কি (PrtScn) চেপে স্ক্রিনশট নিতে হয়। এক্ষেত্রে Capture স্বয়ংক্রিয়ভাবে সেভ হয় না, তবে ক্লিপবোর্ডে কপি হয়।। সেক্ষেত্রে image editing tool ওপেন করে সেখানে স্ক্রিনশট Paste করতে হয়। এরপর প্রয়োজনীয় অংশ চাইলে Edit করে সেভ করতে হয়।
Print Screen কি তে Snip & Sketch জুড়ে দেয়া যায়। সেক্ষেত্রে Settings > Ease of Access > Keyboard এ গিয়ে Use the PrtScn button to open screen snipping সিলেক্ট করতে হবে।

Windows key + Print Screen:
কাঙ্খিত স্ক্রিনশট স্বয়ংক্রিয়ভাবে সেভ করার জন্য কিবোর্ডের Windows কি চেপে Print Screen কি চাপতে হবে। তাতে কম্পিউটারের Picture ফোল্ডোর এর Screenshots ফোল্ডারে স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনশট জমা হবে।
Windows key + shift-S:
কিবোর্ডের Windows এর সঙ্গে shift-S অথবা Screen snip বাটন চেপে স্ক্রিনশট নেয়া যায়। এক্ষত্রে স্ক্রিনের উপরের দিকে Snip & Sketch এর ছোট্ট মেনুটি দেখা যাবে। এটি থেকে সহজেই আপনি স্ক্রিনশট নিতে পারবেন।

Alt + Print Screen:
উইন্ডো থেকে দ্রুত স্ক্রিনশট নিতে চাইলে কিবোর্ডের Alt + PrtScn চেপে স্ক্রিনশট নেয়া যায়। এই Capture টি ক্লিপবোর্ডে কপি হয়।। সেক্ষেত্রে image editing tool ওপেন করে সেখানে স্ক্রিনশট Paste করতে হয়। এরপর প্রয়োজনীয় অংশ চাইলে Edit করে সেভ করতে হয়।


Windows Logo + Volume Down:
স্মার্টফোন কিংবা ট্যাবের বহুল ব্যবহৃত স্ক্রিনশট নেবার কৌশলটি এবার উইন্ডোজ-১০ এ ইনস্টল করেছে মাইক্রোসফট। কিবোর্ডের Windows কি এর সঙ্গে Volume Down কি একসঙ্গে চেপে কাঙ্খিত স্ক্রিনশট নেয়া যায়। এই পদ্ধতিতে Capture টি স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারের Picture ফোল্ডোর এর Screenshots ফোল্ডারে জমা হবে।

Comments