মাইক্রোসফট উইন্ডোজ ওএস একক কোন সফটওয়্যার নয়, বরং অগুণিত ফিচারের বহু অ্যাপলিকেশনের মিশেল। জনপ্রিয় এই অপারেটিং সফটওয়্যারের দীর্ঘ পথ পরিক্রমায় গ্রাহকরা পেয়েছেন চমকপ্রদ সব ফিচার। প্রতিষ্ঠানের নিবেদিতপ্রাণ একদল প্রকৌশলীর অনবদ্য সৃষ্টি হিসেবে মাইক্রোসফট সবসময়ই জটিল ফাংশনের সবচেয়ে সহজবোধ্য ও গ্রাহক-বান্ধব সফটওয়্যার হিসেবে পরিচিত। এতসব ফিচারের ভীড়ে অনেক ট্রিক্সই গ্রাহকেদের কাছে রয়ে যায় অজানা।
মাইক্রোসফট এর সর্বশেষ অপারেটিং সফটওয়্যার উইন্ডোজ-১০ এ বিদ্যামান এমন ২২টি চমৎকার টিপস তুলে আনা হয়েছে রায়ান্স নিউজের পাঠকদের উদ্দেশ্যে। এসব টিপস উইন্ডোজ-১০ গ্রাহকদের আগ্রহ সৃষ্টির পাশাপাশি কাজের ক্ষেত্রেও লাগসই। উপস্থাপনের সুবিধার্থে উইন্ডোজ-১০ এর ২২টি আকর্ষণীয় টিপস ৪টি পর্বে দেয়া হবে। তবে চলুন দেখে নেয়া যাক প্রথম পর্বের টিপসগুলো-
১. সিক্রেট স্টার্ট মেন্যু-
২. শো ডেস্কটপ বাটন-
অপশনটি উইন্ডোজ-৭ এও ছিল। অনেকেই হয়ত ব্যবহার করেছেন। তবে যদি এর আগে বাটনটি সম্পর্কে না জেনে থাকেন কিংবা দেখে থাকলেও সেটি না ব্যবহার করে থাকেন, তবে সরাসরি ডেস্কটপে যাবার চমৎকার এই ফিচারটি ব্যবহার করতে স্ক্রিনের নিচের দিকে টাস্কবারে থাকা সময় ও তারিখ অপশনের এর পরে সর্বডানে লম্বভাবে থাকা সূক্ষ্ম একটি স্বচ্ছ রেখা দিয়ে ভাগ করা অংশটিই শো ডেস্কটপ বাটন। খুঁজে পেয়েছেন? পেলে ক্লিক করুন। দেখবেন ডেস্কটপে চালু থাকা সব উইন্ডো গায়েব! ভয় পাবেন না, ওই বাটনে আবারও ক্লিক করুন, আগের অবস্থায় সবগুলোই ফিরে পাবেন।
অপশনটি ম্যানুয়ালিও করা সম্ভব। সেক্ষেত্রে নিচের নির্দেশনাটি অনুসরণ করুন- Settings > Personalization > Taskbar > Use peek to preview the desktop.
৩. শেক-
এই ফিচারটিও উইন্ডোজ-৭ ইন্ট্রোডিউস করেছিল মাইক্রোসফট। কিন্তু মজার বিষয় হচ্ছে বেশিরভাগ গ্রাহকই চমৎকার এই ফিচার সম্পর্কে জানতেন না। ফুল ডিসপ্লে উইন্ডোর উপরের বার ধরে টান দিয়ে ছেড়ে দিলে স্বয়ংক্রিয়ভাবে উইন্ডো ছোট হয়ে আসবে। আবার একইভাবে টেনে যেকোন বেজেলে নিয়ে ছড়ে দিলে আগের মত ফুল স্ক্রিন হয়ে যাবে। দ্রুত একাধিক কাজের জন্য এটি খুবই কাজের একটি ফিচার। আগে না জেনে থাকলে ব্যবহার করে দেখুন।
৪. রোটেট স্ক্রিন-
স্মার্টফোনে যেভাবে ডিসপ্লে রোটেট বা ঘুরানো যায়, উইন্ডোজ চালিত কম্পিউটারেও সেই অপশনটি প্রায় হুবহু রয়েছে। এর আগে উইন্ডোজ-৭ তেও ছিল অপশনটি। তবে এই ফিচারটি সবার জন্য কাজেরও নয়। তাই অনেকেই ফিচারটি এড়িয়ে চলতেন। আবার অসাবধানতাবশতঃ ডিসপ্লে ঘুরে গেলে ফিচারটি সম্পর্কে জানাশোনা নেই, এমন ব্যবহারকারী বেশ বিড়ম্বনায় পড়ারও ঘটনা ঘটেছে। তবে এর ফাংশনটি খুবই সহজ। কিবোর্ডের Ctrl + Alt + D বাটন চেপে চারটি অ্যারো (তীর চিহ্নযুক্ত বাটন) যেকোনটি চাপলে সেই দিকে ৯০ ডিগ্রি কোণে পুরো ডিসপ্লে উল্টে যাবে। একইভাবে ডিসপ্লে স্বাভাবিক অবস্থায় আনা যায়।
কিবোর্ড ছাড়া ম্যানুয়ালিও ফিচারটি অ্যাকটিভ করা যায়। এজন্য ডান ক্লিক করে নিচের নির্দেশনা পর্যায়ক্রমে অনুসরণ করতে হবে-
desktop background > Graphics Options > Rotation.
Comments
Post a Comment