বেশ কিছু নতুন ফিচারের সাথে ফেসবুক চালু করেছে থ্রিডি (ত্রিমাত্রিক) ছবি তৈরি ও তা শেয়ার করার ফিচার। ফেসবুকের নতুন এই ফিচারটি চিত্র ধারণের সময় বাড়তি একটি ডেপথের লেয়ার যোগ করে ছবিতে ত্রিমাত্রিক আবহ তৈরি করে যা নিউজফিড বা ভিআর মুডে অপরিবর্তিত রেখে শেয়ার করা যায়।
নতুন এই ফিচারে অবজেক্টের পটভূমি(ব্যাকগ্রাউন্ড) ও অগ্রভূমির(ফোরগ্রাউন্ড) মাঝে ডেপথ তৈরি করা হয় ফলে এটি সূক্ষ্ন নড়নের অভিজ্ঞতা চোখে ভাসে। এর ফলে ছবিটি জীবন্ত মনে হয়।
ফিচারটি কেবল অ্যাপলের আইফোন ও দুই লেন্স বিশিষ্ট হাই রেজুলেশন ক্যামেরারি ফোনেই সমর্থনযোগ্য। এসব ক্যামেরায় থ্রিডি মুডে তোলা ছবি সরাসরি ফেসবুকে শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা।
থ্রিডি ছবি ফেসবুকে যারা পোস্ট করতে চান, তাদের জন্য আরও একটি আনন্দের সংবাদ হলো এই ফিচার ব্যবহার করে স্ক্রল, টিল্ট, প্যান মুডেও ছবি নিতে পারবেন। এসব ছবির থ্রিডি মুডের অভিজ্ঞতা পাওয়া যাবে অকুলাস গো, অকুলাস ব্রাউজার, ফায়ারফক্স ও অকুলাস রিফ্ট -এ।
থ্রিডি ছবি তৈরি করে পোস্ট করতে চাইলে নিচের পদ্ধতি অনুসরণ করুন-
থ্রিডি ছবি পাবার পূর্বশর্ত:
- ফেসবুকে যারা থ্রিডি ছবি পোস্ট করতে চান, তাদের হ্যান্ডসেট অবশ্যই অ্যাপলের আইফোন-৭ প্লাস, আইফোন-৮ প্লাস, আইফোন এক্স, আইফোন এক্সএস. আইফোন এক্সএস ম্যাক্স কিংবা আইফোন এক্সআর হতে হবে।
- ছবি অবশ্যই পোর্ট্রেট মুডে তুলতে হবে।
থ্রিডি ছবি তৈরির পর্যায় সমূহ-
- প্রথমে আপনার স্মার্টফোনের ক্যামেরা চালু করে পোর্ট্রেট মুডে অন করুন। তারপর যে ছবি শেয়ার করতে চান সেটি ক্লিক করে তুলে ফেলুন। অবশ্য প্রোর্ট্রেট মুডে আগের তোলা ছবিও চাইলে শেয়ার করতে পারেন।
- ছবি তোলা শেষ হলে ফেসবুক অ্যাপটি চালু করুন।
- ফেসবুকে নতুন পোস্ট তৈরি করুন।
- স্ট্যাটাস বক্সের উপরের দিকে ডান কোণায় থাকা তিন ডট (…) ট্যাপ করুন।
- সেখানে 3D Photos অপশনটি খুলে আপনার আইফোনে জমাকৃত পোর্ট্রেট ছবির ফোল্ডারে যান।
- যে ছবিটি শেয়অর করতে চান, সেটি সিলেক্ট করুন।
- ছবির সাথে ক্যাপশন বা বিস্তারিত কিছু যোগ করতে পারেন।
- ছবি পোস্ট করতে শেয়ার বাটনে ক্লিক করুন… ব্যস হয়ে হয়ে গেল ফেসবুকে থ্রিডি ফটো শেয়ারিং!
থ্রিডি ছবি তোলার জন্য কিছু টিপস:
- সেরা মানের থ্রিডি ছবি পেতে তিন ফুট দুর থেকে অবজেক্টের ছবি নিতে হবে।
- সাবজেক্টের কন্ট্রাস্ট কালার ভাল ডেপথ প্রদান করে।
- পোর্ট্রেট ছবিতে টেক্সার ও সলিড এজ নিতে পারলে সেরা মানের থ্রিডি ইমেজ পাওয়া যাবে।
- মনে রাখতে হবে, অবজেক্ট স্বচ্ছ হলে ডেপথ সেন্সর ভালমত কাজ করে না, সেক্ষেত্রে ভাল মানের থ্রিডি ইমেজ মিলবে না।
Comments
Post a Comment