পুরাতন ম্যাক থেকে নতুন ম্যাকে ফাইল ট্রান্সফার করবেন যেভাবে...

নতুন ম্যাক কিনেছেন, এখন পুরাতন ম্যাক থেকে প্রয়োজনীয় ফাইলগুলো ট্রান্সফার করতে চান। সেটিং ঠিক রেখে পুরনো ও অভ্যস্ত পিসি’র ফাইল, অ্যাপস, সেটিংস ও অ্যাকাউন্ট নতুন ম্যাকে হুবহু দেখতে চাইলে ব্যবহার করতে হবে অ্যাপলের মাইগ্রেশন অ্যাসিসটেন্ট।

মাইগ্রেশন অ্যাসিস্টেন্ট সেটআপ:

  • ভারী কোন ফাইল ট্রান্সফারের আগে আপনার ম্যাকের ব্যাকআপ রেখে দেয়া হবে বুদ্ধিমানের কাজ। ঝামেলা এড়াতে অপ্রয়োজনীয় ফাইলগুলো ফেলে দিতে পারেন।
  • এরপর আপনার নতুন এবং পুরাতন উভয় ম্যাকেই ম্যাকওএস এর সর্বশেষ ভার্সন ইনস্টল নিশ্চিত করতে হবে। এজন্য আপনাকে ডেস্কটপের উপরের দিকে বাম কোণায় থাকা Apple Icon ক্লিক  করার পর About This Mac ক্লিক করতে হবে। আপডেট দেবার জন্য Software Update বাটনে ক্লিক করুন।
  • এরপর মাইগ্রেশন অ্যাসিস্ট্যান্স ব্যবহার করতে হলে আপনার পুরাতন ম্যাকটির নাম প্রয়োজন হবে। পিসির নাম খুঁজে বের করতে System Preferences > Sharing এ গিয়ে উপরের Computer Name ফিল্ড থেকে জেনে নিন কম্পিউটার নেম।
  • এরপর উভয় পিসির AC power কানেক্ট করুন।

মাইগ্রেশন প্রক্রিয়া:

  • আপনার পুরনো ম্যাকে যদি MacOS Sierra বা এর পরের ভার্সন থাকে তাহলে তারবিহীনভাবেই আপনি দুই ম্যাকের মধ্যে সংযোগ দিতে পারবেন। তবে উভয় পিসির WiFi চালু আছে কি না সেটা লক্ষ্য রাখতে হবে হবে।
  • উভয় ম্যাকের সংযোগ নিশ্চিতের পর নতুন ম্যাকে Migration Assistant চালু করতে হবে। এরপর Applications folder এর Utilities folder থেকে এটি চালুর পর Continue ক্লিক করুন। From a Mac, Time Machine backup or Startup Disk বাছাই করে নিন এবং পুনরায় Continue ক্লিক করুন।
  • এবার পুরাতন ম্যাকে গিয়ে Migration Assistant চালু করে Continue ক্লিকের পর ফাইল ট্রান্সফারের জন্য To Another Mac এ যান এবং Continue ক্লিক করুন।
  • নতুন ম্যাকে ফাইল মাইগ্রেট করার অনুমতিসূচক উইন্ডো দেখালে Time Machine backup বা Startup disk  এ গিয়ে From another Mac সিলেক্ট করে Continue ক্লিক করুন।  এক্ষেত্রে সিকিউরিটি কোড চাইবে এবং Migration Assistant উইন্ডোতে গিয়ে পুরাতন ম্যাকের নাম বসিয়ে Continue ক্লিক করুন।
  • এ পর্যায়ে ট্রান্সফারের জন্য আপনাকে আইটেম লিস্ট দেখাবে। তাতে আরও থাকবে Applications, your User Account, Other files and folders and Computer & Network Settings. যেসব আইটেম আপনি নতুন ম্যাকে নিতে চান সেগুলো বাছাই করে নিতে হবে। নতুন ম্যাকের অ্যকাউন্ট যদি আগের নামের অনূরূপ হয়, তবে সেটি পরিবর্তন করবেন কি না সেটা ঠিক করে Continue ক্লিক করুন। আপনার মাইগ্রেশন প্রক্রিয়া শুরু হবে যাবে।

Comments