অনেক সময়ই আমাদের পরিবার-পরিজন ও কাছের লোকজনের কাছ থেকে নিজের স্মার্টফোনে থাকা একান্ত ব্যক্তিগত ছবি, ভিডিও বা অন্য কোন ফাইল এড়িয়ে চলা সম্ভব হয় না। ফলে নিজের প্রাইভেসি ক্ষুন্ন হবার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য বেহাত হওয়া বা বিভিন্ন রকম অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হবার সম্ভাবনা থাকে। এমন সমস্যা এড়াতে অ্যান্ড্রয়েড সিস্টেমে থাকা হিডেন ফোল্ডার তৈরি করে সেখানে ফাইল বা ফোল্ডার লুকিয়ে রেখে ঝামেলামুক্ত থাকা যায়।
অ্যান্ড্রয়েড এর মাতৃপ্রতিষ্ঠান লিনাক্সের কিছু ফিচার এর অপারেটিং সিস্টেমেও বিল্ট ইন হিসেবে ইনস্টল করা থাকে। ফাইল ম্যানেজার অ্যাপ তার মধ্যে অন্যতম। এর মাধ্যমে কোন থার্ড পার্টি অ্যাপ ব্যবহার না করেই ফাইল বা ফোল্ডার লুকিয়ে রাখা সম্ভব।
চলুন দেখে নেয়া যাক অ্যান্ড্রয়েড ফোনে ফাইল গোপন রাখার পদ্ধতি-
পদ্ধতি-১: ডেডিকেশন হিডেন ফোল্ডার তৈরির মাধ্যমে-
নতুন ফোল্ডার তৈরির মাধ্যমে অ্যান্ড্রয়েড এ গ্যালারি, হোয়াটসঅ্যাপ, মিডিয়া প্লেয়ার, ইমেইল ক্লায়েন্ট, অফিস এডিটর ইত্যাদির মত বেশ কিছু অ্যাপস স্বয়ংক্রিয়ভাবেই লুকিয়ে রাখা সম্ভব। এজন্য নিম্নোক্ত ধাপসমূহ অনুরসরণ করতে হবে-
১. প্রথমে আপনার স্মার্টফোনের ফাইল ম্যানেজার অ্যাপটি চালু করুন।
২. New Folder অপশনটি খুঁজে বের করুন নতুন একটি ফোল্ডার তৈরি করুন।
৩. ফোল্ডারটির নাম প্রদান করুন।
৪. ফোল্ডারের নামের আগে .(ডট) চিহ্নটি বসান। এটি আপনার ফোল্ডারকে প্রদর্শন করা থেকে বিরত রাখবে।
৫. এখন যেসব তথ্য, ফাইল, ফোল্ডার কিংবা অ্যাপ গোপন রাখতে চান, সেগুলো এই ফোল্ডারে আনুন।
পদ্ধতি-২: পুরনো ফোল্ডার লুকিয়ে রাখা-
অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনে ফাইল-ফোল্ডার সুরক্ষার জন্য দ্বিতীয় পদ্ধতি হলো বিদ্যামান ফোল্ডার গোপন রাখা। উদাহরণস্বরূপ আপনি হয়ত আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি মিডিয়া ফোল্ডার থেকে সরিয়ে গ্যালারি বা অন্য আরেকটি ফোল্ডারে দেখতে চান। এরকম অন্যান্য অ্যাপের ক্ষেত্রেও সেটা করতে পারেন।
পুরনো ফোল্ডার গোপন রাখতে নিচের প্রক্রিয়া অনুসরণ করুন-
১. স্মার্টফোনের ফাইল ম্যানেজার অ্যাপটি চালু করুন।
২. যে ফোল্ডারটি গোপন রাখতে চান, সেটি নেভিগেট করে ফেলুন।
৩. ফোল্ডারটি খুলে Create new file অপশনে ট্যাব করুন।
৪. এরপর ফাইল নেম হিসেবে ‘.nomedia’ টাইপ করুন।
৫. প্রক্রিয়াটি শেষ হলে ফোন রিস্টার্ট দিন।
৬. এখন আপনার ফোল্ডারটি আর প্রদর্শন করবে না।
ফাইল, ফোল্ডার বা অ্যাপ লুকিয়ে ফেলার পর প্রধান কাজ হলো সেটি খুঁজে বের করা। এর জন্য-
- ফাইল ম্যানেজারে গিয়ে এর সেটিংস থেকে ‘Show hidden files’ অপশনটি চালু করুন।
- দেখার জন্য ফোল্ডার লোকেশন নেভিগেট করুন।
- আর দ্বিতীয় পদ্ধতিতে ফাইল গোপন করা হলে ফোল্ডার থেকে .nomedia ফাইলটি মুছে ফেলতে হবে।
Comments
Post a Comment