উইন্ডোজ অপারেটিং সফটওয়্যারে চালিত কম্পিউটারকে কোন বাড়তি ডিভাইস বা সফটওয়্যার ছাড়াই তৈরি করা যায় ওয়াইফাই হটস্পট। যা দিয়ে চলতে পারে একাধিক ইন্টারনেট ডিভাইস। ল্যাপটপ বা পিসি দিয়ে তৈরি হটস্পট অতিরিক্ত ডাটা খরচ করে না। নিচের ধাপসমূহ অনুসরণ করে আপনার উইন্ডোজ ১০ কম্পিউটারকে ওয়াইফাই হটস্পট বানানো যায়:
উইন্ডোজ ১০ এ হটস্পট চালু করতে চাইলে:
পুরো প্রক্রিয়া Run করতে হলে প্রথমে কম্পিউটারের Administrator right ঠিক রেখে command prompt চালু করতে হবে। এজন্য কিবোর্ডের Window key +X চাপুন। এরপর command prompt সিলেক্ট করুন।
আপনার উইন্ডোজ ১০ Hosted network সমর্থন করে কি না যাচাই করুন:
এই পর্যায়ে Command Prompt এ netsh wlan show drivers লিখে পরখ করে নিন আপনার কম্পিউটারের hosted network সাপোর্ট করে কি না। যদি Hosted network supported এর উত্তর No হয় তবে কম্পিউটারে ওয়াইফাই অ্যাডাপ্টারের জন্য অনুরূপ কোন ড্রাইভার ডাউনলোড করে নিন।
ধাপ-১:
হটস্পট তৈরি করার জন্য লিখুন NETSH WLAN set hostednetwork mode=allow ssid=Your_SSID key=Your_Passphrase এবং কিবোর্ডের Enter বাটন চাপুন।
মনে রাখতে হবে, “ssid” ওয়াইফাই হটস্পটের নাম এবং “key” নেটওয়ার্কের পাসওয়ার্ড। হটস্পটের নাম ও পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে উপরোক্ত নির্দেশনার পুনরাবৃত্তি করুন।
ধাপ-২:
হটস্পট পেতে এবং চালু করতে লিখুন “netsh wlan start hostednetwork.”। কম্পিউটারের ওয়াইফাই অ্যাডাপ্টার চালু করে নিন, নইলে হটস্পট কাজ করবে না।
Hosted Network এর সাথে উইন্ডোজ ১০ সংযোগ করতে হলে:
- ইতোমধ্যে আপনি উইন্ডোজ-১০ পিসি;র জন্য hosted networkতৈরি করেছেন। তবে সেটি কার্যকর করার জন্য কম্পিউটারের “Internet Connection Sharing ফিচার থেকে ইন্টারনেট কানেকশন চালু করুন। সেক্ষেত্রে Windows key + X চেপে Power User menu খুলে Network Connections সিলেক্ট করুন।
- network adapter এর উপর রাইট ক্লিক করে Properties সিলেক্ট করুন।
- এক্ষেত্রে মনে রাখতে হবে, নেটওয়ার্ক কানেকশনের ক্ষেত্রে Microsoft Hosted Virtual Adapter দেখা যাবে, যেটি SSID অনুসারে Local Area Connection* X হিসেবে থাকবে।
- এরপর Sharing ট্যাব ক্লিক করুন।
- Allow other network users to connect through this computer’s Internet connection অপশনটি চেক করুন।
- Home networking connection এর drop-down menu থেকে Microsoft Hosted Virtual Adapter সিলেক্ট করুন।
- প্রক্রিয়াটি শেষ করতে OK চাপুন।
এ পর্যায়ের শেষে আপনি যেকোন তারবিহীন ডিভাইস কম্পিউটারের এক্সেস পয়েন্টের সাথে যুক্ত করে ইন্টারনেট সংযোগ দিতে পারবেন।ইন্টারনেট শেয়ারিং বন্ধ ও চালু করতে:
সাময়িকভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ করতে চাইলে Command Prompt এ গিয়ে NETSH WLAN stop hostednetwork লিখে Enter চাপুন।
একইভাবে ইন্টারনেট সংযোগ চালু করতে চাইলে Command Prompt এ গিয়ে NETSH WLAN start hostednetwork লিখে Enter চাপুন।অনূরূপভাবে নিম্নোক্ত কমান্ড অনুসরণ করে Hosted Network সচল ও অচল করা যায়।NETSH WLAN set hostednetwork mode=allowNETSH WLAN set hostednetwork mode= disallowউইন্ডোজ ১০ এর Hosted Network সেটিং পরিবর্তন করবেন যেভাবে:
বর্তমান সেটিং অর্থাৎ SSID সেটিং পরিবর্তন করতে চাইলে-NETSH WLAN set hostednetwork ssid=Your_New_SSIDNETSH WLAN set hostednetwork key=Your_New_Passphraseবর্তমান Hosted Network সেটিং দেখতে চাইলে:
এটি দুইভাবে করা যায়-নিম্নোক্ত কমান্ডটি SSID নাম, সর্বোচ্চ ক্লায়েন্ট সংখ্যা, অথেনটিকেশনের ধরণ এবং সংকেত প্রদর্শন করবে।NETSH WLAN show hostednetworkনিচের কমান্ডটি ভিন্ন সেটিংয়ের মধ্যে বর্তমান নেটওয়ার্ক সিকিউরিটি কি দেখাবে।NETSH WLAN show hostednetwork setting=security
উইন্ডোজ ১০ এর Hosted Network অপসারণ করবেন যেভাবে:
উইন্ডোজ ১০ এ তারবিহীন Hosted Network সেটি করা কঠিন কোন কাজ নয়। অন্যদিকে যদি প্রয়োজন না থাকে, সেক্ষেত্রে এটি অপসারণ করাও বেশ সহজ সাধ্য। আপনার উইন্ডোজ ১০ পিসি থেকে Hosted Network অপসারণ করতে চাইলে নিম্নোক্ত ধাপ অনুসরণ করতে হবে-১. Start Menu খুলে regedit সার্চ করুন। এরপর Enter দিন, তারপর Ok২. রেজিস্ট্রির জন্য অনুসরণ করুন-KEY_LOCAL_MACHINE\system\currentcontrolset\services\wlansvc\parameters\hostednetworksettings লিখে-
ডান ক্লিক করে HostedNetworkSettings সিলেক্ট করে Delet তারপর Yes করে অপসারণ নিশ্চিত করুন। - ৩. কম্পিউটার রিস্টার্ট দিন৪. নিশ্চিত হবার জন্য Command Prompt এ গিয়ে NETSH WLAN show hostednetwork সার্চ করলে সেটিংয়ে Not configured দেখাবে।
৫. Internet Connection Sharing বন্ধ হয়েছি কি না নিশ্চত করতে Windows key + X চেপে Power User menu থেকে Network Connections সিলেক্ট করুন।৬. network adapter এ ডান ক্লিক করে Properties এ যান।৭. Sharing ট্যাব ক্লিক করুন।৮. Allow other network users to connect through this computer’s Internet connection অপশনটির টিক চিহ্ন তুলে দিন।৯. OK ক্লিক করে প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
Comments
Post a Comment