এক্সটার্নাল মনিটরে যেভাবে অ্যাইপ্যাড-প্রো সংযুক্ত করবেন:

আইপ্যাড প্রো এর নতুন ভার্সনে অ্যাপল যে শুধু হোম বাটন সরিয়েছে তাই নয়, এর সাথে অন্য আউটপুট ডিভাইসের সংযুক্তকারী কানেক্টরও লাগিয়েছে যা সাধারণ মানের ইউএসবি টাইপ-সি কানেক্টর থেকে সম্পূর্ণ আলাদা। এই ইউএসবি কানেক্টর দিয়ে আইপ্যাড-প্রো’র সঙ্গে এক্সটার্নাল মনিটর সংযুক্ত করা যায়।
অবশ্য আইপ্যাড-প্রো বাজারে আসার সময়ই অ্যাপল এ ধরণের বিশেষ কিছু ফিচারের ঘোষণা দিয়েছিল, যদিও তারা বিষয়টি পরিষ্কার করে সে সময় কিছু জানায়নি।

ফিচারটি একেবারে নতুন নয়:

আইপ্যাডের পুরনো ভার্সনেও এক্সর্টার্নানাল মনিটর সংযোগ করা যেত। সেটি অবশ্য সবধরণের মনিটরের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। এর জন্য মনিটরের ৩০ পিন বা লাইটনিং এইডিএমআই অ্যাডাপ্টার প্রয়োজন হয়।
আইপ্যাডের নতুন ভার্সনে ইউএসবি টাইপ-সি পোর্ট এর মাধ্যমে মনিটরে সহজেই সংযোগ করা যায়। ডিভাইসটির মাধ্যমে 5K মানের ছবিও পাওয়া সম্ভব।

কানেকশনে যা লাগবে:

সব ধরণের ইউএসবি সি কানেক্টর আবার সমান নয়। একই রকম দেখতে হলেও আইপ্যাড প্রো থান্ডারবোল্ট-৩ ডিসপ্লে সমর্থন করে না। এটি ডিসপ্লেপোর্ট মানের ইউএসবি-সি সমর্থন করে। আর উচ্চ রেজুলেশনের 5K মানের ছবি পেতে চাইলে অবশ্যই হাই স্পিড ক্যাবল ব্যবহার করতে হবে। সংযোগের ক্ষেত্রে বেলকিন ইউএসবি-সি কিংবা অ্যাপলের তৈরি থান্ডারবোল্ট-৩ ইউএসবি-সি ব্যবহারের কথা জানিয়েছে অ্যাপল।

সি-নেট  একটি চমৎকার উদাহরণ তুলে ধরেছে।  তারা জানিয়েছে, আইপ্যাড প্রো LG’s UltraFine 4K মডেলের ইউএসবি-সি পোর্টের সাথে সহজেই কানেক্ট করা যায় এব্ং এক্ষেত্রে কোন  বাড়তি অ্যাডাপ্টার প্রয়োজন হয়না। অন্যদিকে LG’s UltraFine 5K মনিটরের থান্ডারবোল্ট-৩ পোর্ট আইপ্যাড প্রো’তে সমর্থন করে না।

এক্সটার্নাল মনিটরে বদলে যেতে পারে অ্যাপের আচরণ-

আইপ্যাড প্রো এর সাথে বাড়তি মনিটর যোগ করে কাজ করার ক্ষেত্রে অ্যাপগুলো সাধারণত একই রকম দেখায়, তবে কিছু অ্যাপের ক্ষেত্রে স্বাভাবিক আচরণ বদলে যায়। যেমন- আইমুভি অ্যাপের ক্ষেত্রে এক্সাটার্নাল মনিটরে স্ক্রিন এডিটিং স্ক্রিনের মত দেখায় যেখানে মূল ফ্রেমে উপরে বড় দেখায় এবং নিচে একই ফ্রেমের বেশ কয়েকটি সেকশন তৈরি হয় এবং পুরো ব্যাকগ্রাউন্ড কালো থাকে। উপরের বড় ফ্রেমের নিচের দিকে স্ক্রিন বড়/ছোট করার আইকন দেখায়। ছবির ক্ষেত্রে কাল ব্যাকগ্রাউন্ডের উপর ছবি প্রদর্শন করে।
আবার অ্যাডোবি’র লাইটরুম অ্যাপের ক্ষেত্রে সিলেক্ট করার মত কোন অপশনই দেখায় না। উপরন্তু অ্যাপে থাকা এডিটকৃত সবগুলো ছবি প্রদর্শন করে।

ডিসপ্লে সেটিং-
সেটিং অ্যাপের কিছু কিছু ক্ষেত্রে নিজে থেকেই অপশন খুঁজে নিতে হয়। মনিটরে প্রদর্শিত ছবি বা ভিডিও’র কোয়ালিটি বাড়িয়ে নিতে চাইলে সেটিং অপশন থেকে কাস্টমাইজ করে নিতে হয়। যেমন কোন অ্যাপ বা ছবির ক্ষেত্রে পরিষ্কার ইমেজ বা আলো কম-বেশি করতে চাইলে Settings > Display & Brightness অপশন থেকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন।



Comments