প্রাইভেসি সেটিং ইস্যুতে আরও স্বচ্ছতা এনেছে মাইক্রোসফট । তবে ভাষাগত জটিলতার মত আরও বেশ কিছু সমস্যা থাকলেও প্রাইভেসি সংক্রান্ত পাঁচটি সেটিংস উইন্ডোজ ১০ ব্যবহারের ক্ষেত্রে আপনাকে অনন্য অভিজ্ঞতা দেবে।
আপনার লোকেশন বন্ধ করা:
মোবাইল ফোন, ট্যাব কিংবা ল্যাপটপে বিভিন্ন প্রয়োজনে অনেক সময়ই আমরা লোকেশন অপশনটি চালু রাখি। উইন্ডোজ ১০ কিংবা তৃতীয় কোন অ্যাপ ব্যবহার করেও খুব সহজেই নিজের লোকেশন খুঁজে বের করা সম্ভব। তার মানে এই নয়, যে সময় সময় সেটি চালু রাখতে হবে। কারণ, এতে করে নিজের গোপনীয়তা লংঘনের ঘটনা প্রায়ই ঘটে থাকে।
আবার লোকেশন বন্ধ রাখলে ম্যাপ কিংবা এতদসঙ্ক্রান্ত সুবিধা পাওয়ার সুযোগ থাকে না। এ ধরনের অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে ম্যানুয়ালি আপনার ডিফল্ট লোকেশন সেট করে নিন।
আপনার ডিভাইসের লোকেশন অপশন বন্ধ করতে চাইলে-
Settings > Privacy > Location এ গিয়ে Location for this device is on নির্দেশনার নিচে থাকা Change বাটনে ক্লিক করে Allow apps to access your location এর নিচের toggle বাটনটি বামে সরিয়ে Off করুন।
সিঙ্কিং বন্ধ করা:
উইন্ডোজ ১০ এ প্রচুর সিঙ্কিং হয়ে থাকে। আপনি মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করার সাথে ডিভাইসের যেকোন অপশনে আপনার মাইক্রোসফটের পাসওয়ার্ডেই অথরাইজেশন হয়ে যায় ফলে যে কেউ চাইলে আপনার গোপনীয়তা লঙ্ঘন করতে পারে। এই ঝামেলা এড়াতে ম্যানুয়অলি আপনাকে পাসওয়ার্ড দেয়ার ব্যবস্থা করতে হবে।
সিঙ্ক সেটিং বন্ধ করার জন্য- Settings > Accounts > Sync your settings এ গিয়ে Sync setting এর নিচের toggle টেনে Off করুন।
লোকাল অ্যাকাউন্ট ব্যবহার করা:
পুরো ডিভাইসে সিঙ্কিং বন্ধ করার পর যদি কোন কারনে মাইক্রোসফট অ্যাকাউন্টে প্রবেশের প্রয়োজন হয় তবে একটি লোকাল অ্যাকাউন্ট তৈরি করের নিন। এক্ষেত্রে কোন ইমেইল প্রয়োজন হবে না। লোকাল অ্যাকাউন্টের জন্য একটি ইউজার নেম ও পাসওয়ার্ড দিতে হবে।
লোকাল অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে- Settings > Accounts > Your info এ গিয়ে Sign in with a local account instead ক্লিক করে নির্দেশনা অনুসরণ করুন।
লক করে নিন স্ক্রিন লক:
আপনার ডিভাইস চালুর পর স্ক্রিনে থাকা কোন তথ্য অন্য কাউকে দেখাতে চান না। সেক্ষেত্রে আপনার স্ক্রিন লকটি লক করে নিন। এটি করতে হলে তিনটি ধাপ অনুসরণ করতে হবে-
Settings > System > Notifications & actions and toggle off Show notifications on the lock screen এ গিয়ে নিশ্চিত করুন আপনার নোটিফিকেশন স্ক্রিন লকে প্রদর্শন করছে না। এই ফিচারটি বন্ধ করে রাখলে আপনি ডিভাইসটি আনলক না করা পর্যন্ত কোন নোটিফিকেশন প্রদর্শন করবে না।
লক স্ক্রিন থেকে কর্টানা বন্ধ করার জন্য- Settings > Cortana > Talk to Cortana এ গিয়ে Use Cortana even when my device is locked অপশনে toggle করুন।
কর্টানা পুরোপুরি বন্ধ না করে এর কিছু অপশন ব্লক করে রেখেও স্ক্রিন লক রাখা যায়। Let Cortana access my calendar, email, messages and Power BI when my device is locked অপশন চালু রেখে অন্য কারও জন্য আপনার ডিভাইসটি লক রাখতে পারবেন। এর ফলে আপনি কর্টানাকে প্রশ্নোত্তর করতে করতে পারবেন আপনার ব্যক্তিগত তথ্য অন্য যে কোরও হাত থেকে গোপন রেখে।
লগ ইন স্ক্রিনে আপনার ইমেইল গোপন রাখার ক্ষেত্রে- Settings > Accounts > Sign-in options এ গিয়ে Show account details (e.g. email address) on sign-in screen অপশনটির toggle বন্ধ করে দিন।
অ্যাড আইডি বন্ধ রাখা:
মাইক্রোসফটের প্রতিটি অ্যাকাউন্ডে স্বতন্ত্র একটি অ্যাডভারটাইজিং আইডি থাকে যার মাধ্যমে প্রতিষ্ঠানটি আপনার কাছ থেকে তথ্য সংগ্রহ করে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আপনাকে অ্যাড অভিজ্ঞতা প্রদান করে। উইন্ডোজ ১০ এ মাইক্রোসফট অ্যাকাউন্টের মাধ্যমে প্রবেশ করলেই আপনার ডিভাইসে স্বয়ঙ্ক্রিয়ভাবে অ্যাড অপশন চালু হবে। এগুলো আপনাকে বিভিন্ন অ্যাপ এমনকি অপারেটিং সফটওয়্যারেও প্রদর্শন করতে পারে।
উইন্ডোজ ১০ এ এসব এড বন্ধ করার জন্য- Settings > Privacy > General এ গিয়ে Let apps use advertising ID to make ads more interesting to you based on your app usage অপশনটির toggle বন্ধ করুন। এরপরও আপনি অ্যাড দেখতে পারেন, তবে সেগুলো আপনার পছন্দমত আর অনুসরণ করবে না।
এই ফিচারটি বন্ধ করলে উইন্ডোজ ১০ এর নিজস্বীকৃত অ্যাড -এর পপ আপ থেকে আপনি মুক্ত হতে পারেন। তবে ভিন্ন প্ল্যাটফর্মে মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহার করলে আবারও সেই অ্যাডগুলো প্রদর্শিত হবে। অন্য প্ল্যাটফর্ম বা ব্রাউজারে মাইক্রোসফটের অ্যাড এড়াতে চাইলে মাইক্রোসফট এর advertising opt-out page এ গিয়ে বন্ধ করতে হবে।
সবশেষ Microsoft’s privacy dashboard এ গিয়ে আপনার কোন কোন তথ্য ক্লাউডে জমা হচ্ছে তা দেখতে পারেন।
Comments
Post a Comment