হার্ড ডিস্ক নিয়ে দুশ্চিন্তার অবসান করবে এই চারটি পদ্ধতি:

হার্ড ডিস্ক ড্রাইভে গুরুত্বপূর্ণ ডাটা জমা রাখা হয়।  কম্পিউটারের অন্যান্য যন্ত্রাংশের মত হার্ড ডিস্ক পরিবর্তন করা গেলেও  ব্যাকআপ না রাখলে এতে রক্ষিত তথ্য উদ্ধার করা সম্ভব নয়। এজন্য কম্পিউটারের হার্ড ড্রাইভের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উইন্ডোজ অপারেটিং সফটওয়্যারে এমন কিছু  বিল্ট ইন পদ্ধতি রয়েছে যা হার্ড ডিস্কের ‘স্বাস্থ্য’ পরীক্ষা করে এর পরিস্থিতি জানায়। এই প্রতিবেদনে সে রকম চারটি পদ্ধতির সংক্ষিপ্ত উল্লেখ রয়েছে-
১. হার্ড ডিস্ক ম্যানুফ্যাকচার টুলস-

হার্ড ডিস্ক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সাধারণত তাদের ড্রাইভকে পর্যবেক্ষণ করার জন্য শক্তিশালী টুলস ইনস্টল রাখে। তাই প্রথমেই জানতে হবে কোন টুলস হার্ড ড্রাইভের জন্য কার্যকর ভূমিকা রাখছে।
হার্ডড্রাইভের গঠন সম্পর্কে জানা থাকলে এই ধাপটি অগ্রাহ্য করে পরের ধাপে যান। যদি না জানেন তবে Windows কি চেপে সার্চ বক্সে Device Manager টাইপ করুন, রেজাল্ট আসলে ক্লিক করুন।
Device Manager এ থাকা Disk Drives অপশন থেকে আপনার হার্ড ড্রাইভের মডেল নম্বর জেনে নিয়ে মডেল নম্বরটি গুগলে সার্চ করুন। রেজাল্ট হিসেবে যা আসবে সেটাই আপনার হার্ড ড্রাইভের গঠন-বৃত্তান্ত।
এরপর ম্যানুফ্যাকচারের সাপোর্ট পেইজে গিয়ে তাদের হার্ড ড্রাইভ ইউটিলিটি সার্চ করুন।
এখানে জনপ্রিয় কিছু ব্র্যান্ডের পেইজ লিঙ্ক দেয়া হলো-
প্রতিটি টুলস ফাংশনে কিছু ভিন্নতা থাকলেও এর সবগুলোই আপনার হার্ড ড্রাইভের পরিস্থিতি সম্পর্কে জানাবে।

২. উইন্ডোজ CHKDSK টুলস
উইন্ডোজ CHKDSK টুলস একটি বিল্ট ইন টুলস যা কম্পিউটারের হার্ড ডিস্ক স্ক্যান করে এর সিস্টেম এরর এবং ব্যাড সেক্টর খুঁজে বের করে এবং প্রদর্শন করে। ছোটখাটো সমস্যা থাকলে এই টুলস নিজেই তা সমাধান করতে পারে, তবে বড় সমস্যার ক্ষেত্রে এটি কার্যকর নয়।
CHKDSK টুলস এর মাধ্যমে স্ক্যান করতে চাইলে ডেস্কটপে গিয়ে মাউসে ডান ক্লিক করে “Properties.” এ গিয়ে Tools সিলেক্ট করে Check now বাটনে ক্লিক করলে একটি ডায়ালগ বক্স আসবে যেখানে fix error ও  Bad sector স্ক্যান করার কাথা উল্লেখ থাকবে। চাইলে উভয় অপশটি সিলেক্ট করে Start বাটন চেপে আপনার হার্ড ডিস্কের প্রকৃত অবস্থা জানতে পারবেন।

উইন্ডোজের এই বিল্ট ইন টুলসের মাধ্যমে কেবল প্রাথমিক সমস্যা জানার ও সমাধান করার সম্ভব। বড় সমস্যার ক্ষেত্রে শুধু সমস্যাটির কথা জানাতে পারবে, সমাধান করতে নয়।

৩. WMIC পদ্ধতি
WMIC একটি কমান্ড-লাইন ইন্টারফেস যা দিয়ে কম্পিউটারের বেশ কিছু এডমিনিস্ট্রেটিভ কাজ করা হয়ে থাকে। এটি S.M.A.R.T. (Self-Monitoring, Analysis and Reporting Technology) ফিচারের সহায়তা হার্ড ড্রাইভের পরিস্থিতি সম্পর্কে আপডেট তথ্য দেয়। অত্যন্ত দ্রুততার সাথে এক কথায় উত্তরের মত করে Ok, Pred Fail এর মাধ্যমে হার্ড ডিস্কের পরিস্থিতির জানান দেয় উইন্ডোজের এই বিল্ট ইন ফিচারটি।
WMIC ব্যবহার করে হার্ড ড্রাইভ পরীক্ষার জন্য Win+R বাটন চেপে Run ডায়ালগ বক্স খুলে cmd লিখে Ok ক্লিক করে উইন্ডোজ কমান্ড প্রম্পট চালু করুন।
এরপর টাইপ wmic লিখে Enter চাপুন।
Wmic ইন্টারফেস চালু হলে টাইপ করুন- diskdrive get status
এরপর Enter চাপুন।
কিছুক্ষণ পর হার্ড ড্রাইভের পরিস্থিতি সম্পর্কে জানাবে।

৪. থার্ড পার্টি ডিস্ক হেল্থ চেকিং টুলস
এছাড়া থার্ড পার্টি টুলস দিয়েও ডিস্ক এর অবস্থা যাচাই করা যায়। এক্ষেত্রে অবশ্য কেবল ভাল/খারাপ এর চেয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়।
CrystalDiskInfo এরকম একটি জনপ্রিয় ডিস্ক চেকিং টুলস। এটি ব্যবহারে সহজ হলেও বেশ কাজের একটি টুলস। ড্রাইভের তাপমাত্রা, হেল্থ স্ট্যাটাস, হার্ড ডিস্কের ধরণ ও ফিচার, এরর রেট এবং স্পিন-আপ টাইম ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে।
মাত্র 4MB আকারের এই .exe এই স্ট্যান্ডার্ড টুল বিজ্ঞাপন বহন করে, তাই এর Custom Installer অপশনটি নিশ্চিত করে নিতে হবে। সাইড টুল বা বিজ্ঞাপন এড়িয়ে টুলস ইনস্টল করতে হবে। ইনস্টলের পর প্রোগ্রামটি চালু করলে এর মেইন ইন্টারফেসে হার্ড ডিস্ক সম্পর্কিত আপডেট তথ্য দেখাবে। ড্রাইভে কোন সমস্যা থাকলে প্রতি ১০ মিনিট পরপর টুল থেকে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ট দেবে।

Comments