হোয়াটসঅ্যাপের মত ইমো একটি জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। এর মাধ্যমে ইমো ব্যবহারকারীদের মধ্যে টেক্সট মেসেজ, ভয়েস মেসেজ এবং অডিও-ভিডিও কল করা যায়।
ইমো অ্যাকাউন্ট খুলতে ও যাচাই করতে ব্যবহারকারীর মোবাইল ফোন নম্বর প্রয়োজন হয়। ভেরিফিকেশনের জন্য টেক্সট মেসেজ বা ফোন কলের মাধ্যমে ব্যবহারকারীর অনুমোদন নিশ্চিত করা হয়। এর জন্য সচল সিম কার্ডের প্রয়োজন। তাই প্রশ্ন হচ্ছে মোবাইল নম্বর ছাড়া কী ইমো অ্যাকাউন্ট খোলা আদৌ সম্ভব?
হ্যাঁ সম্ভব। তবে এর জন্য সুনির্দিষ্ট কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। মোবাইল ফোন নম্বর ছাড়া ইমো অ্যাকাউন্ট খোলার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
- প্রথমে গুগল প্লে স্টোর থেকে ইমো অ্যাপটি ডাউনলোড করুন।
- যদি আগে থেকে ফোন নম্বর দিয়ে ইমো আইডি খোলা থাকে, তবে অ্যাপটি রিসেট করে নিন।
পদ্ধতি-১: TextNow অ্যাপ ব্যবহার করে
- প্লে স্টোর থেকে TextNow অ্যাপটি নামিয়ে চালু করুন।
- স্ক্রিনে প্রদর্শিত নিয়ামাবলী অনুসরণ করে ফ্রি ফোন নম্বর তৈরি করে ফেলুন।
- তিনটি অনুভূমিক রেখার উপর ট্যাপ করে নতুন তৈরিকৃত ফোন নম্বরটির নোট নিয়ে নিন।
- এবার ইমো অ্যাপ চালু করে ভেরিফিকেশনের সময় নতুন তৈরিকৃত নম্বরটি প্রদান করে ইমো অ্যাকাউন্ট তৈরি করে ফেলুন।
পদ্ধতি-২: ল্যান্ডফোনের নম্বর দিয়ে ইমো অ্যাকাউন্ট
- ফোনে ইমো অ্যাপটি চালু করুন
- আপনার দেশ সিলেক্ট করুন এবং ল্যান্ডফোনের নম্বরটি প্রবেশ করান।
- Next বাটনে ট্যাপ করুন
- এরপর স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ থেকে টেক্সট মেসেজ পাঠাতে ব্যর্থ হলে ল্যান্ডফোন নম্বরে কল চলে আসবে।
- কল রিসিভ করে ভেরিফিকেশন নম্বরটি টুকে নিন।
- এবার ইমোতে গিয়ে ভেরিফিকেশনে সেই কোড নম্বর দিয়ে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়অ সম্পন্ন করুন।
Comments
Post a Comment