গত ২ অক্টোবর মাইক্রোসফট তাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজের নতুন আপডেট অনলাইনে এনেছে। চমৎকার সব ফিচার সমৃদ্ধ এই আপডেট স্বয়ংক্রিয়ভাবেই এক সময় আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে তবে তার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। যদি আপনি এখনই উইন্ডোজের নতুন ফিচারগুলো পেতে চান তবে নিচের পদ্ধতিতে উইন্ডোজ আপডেট করে নিতে পারেন।
উইন্ডোজ আপডেটের পদ্ধতি:
- প্রথমেই উইন্ডোজের ‘সেটিংস’ (Settings) অপশনে যেতে হবে।
- সেটিংস থেকে ‘আপডেট এন্ড সিকিউরিটি’ (Update & Security) অপশনে যেতে হবে।
- ‘আপডেট এন্ড সিকিউরিটি’তে গেলে ‘চেক ফর আপডেটস’ (Check for Updates) নামের একটি অপশন দেখা যাবে। আপনি যদি এই অপশনে ক্লিক করেন তবে উইন্ডোজ বুঝে নিবে যে আপনি এখনই আপডেট চান। অথচ যে আপডেট হয়তো আপনি আরও ২/৩ সপ্তাহ পরে পেতেন। তারপর নতুন আপডেট ইনস্টল হতে শুরু করবে।
- যদি এতে কাজ না হয় তাহলে আপনি উইন্ডোজ ১০ আপডেট এসিস্টেন্ট ডাউনলোড করে নিতে পারেন। তার জন্য আপনাকে ‘ডাউনলোড উইন্ডোজ ১০’ পেইজটিতে ভিজিট করতে হবে।
- ‘ডাউনলোড উইন্ডোজ ১০’ পেইজটিতে আপনি পাবেন ‘আপডেট নাও’ (Update Now) বাটন। এতে ক্লিক করতে হবে। অতএব আপনার আপডেট এসিস্টেন্ট ডাউনলোড হবে।
- অতঃপর আপডেট এসিস্টেন্ট আপনার পিসিতে ‘রান’ করান। এই এপ্লিকেশনই আপনার পিসির উইন্ডোজ সিস্টেমকে আপগ্রেড করাবে।
আপডেট করার পর আপনার যদি কোন সমস্যা হয় বা নতুন আপডেট আপনার পছন্দ না হয় তার জন্যও রয়েছে ব্যবস্থা। ১০ দিনের মধ্যে আপনি চাইলে উইন্ডোজের পুরনো ভার্সনে আপনি ফিরে আসতে পারবেন।
উল্লেখ্য, অক্টোবর আপডেটের আকর্ষণীয় ফিচারগুলোর মধ্যে রয়েছে ‘পেইন্ট-৩ডি’ স্টাইল এপ্লিকেশন, ‘ইউর ফোন এপ’, নতুন হিস্ট্রি ক্লিপবোর্ড সহ অন্যান্য ফিচার।
Thanks.
ReplyDelete