উইন্ডোজ ১০ পিসিতে অলটার কি -এর ব্যবহার: কিবোর্ড শর্টকাট:

কম্পিউটার চালানোর ক্ষেত্রে ব্যবহারকারী চান অল্প আয়াসে বেশি কাজ। কম্পিউটারের জটিল কার্যক্রমের মাঝে কিছু কাঙ্খিত কাজ খুব সহজে ও দ্রুততার সাথে করা সম্ভব। কিবোর্ড শর্টকাট সেক্ষেত্রে কার্যকর একটি সমাধান। কিবোর্ড শর্টকাট বলতে কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম কমাণ্ড করার জন্য কিবোর্ডের একাধিক কি’র সমন্বয়কে বুঝায়। কিবোর্ডে অনেক ধরণের শর্টকাট কি’ সেট রয়েছে।
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের এর ক্ষেত্রে কি বোর্ডের কমান্ড কি Alt ব্যবহার করে যেসব শর্টকাট কমান্ড দেয়া যায়-

 Alt + Tab

কিবোর্ডের Alt কি ধরে Tab চাপলে চালু থাকা সবগুলো উইন্ডো প্রদর্শন করবে। একের পর এক উইন্ডোতে যেতে চাইলে Alt ধরে পর্যায়ক্রমে Tab চাপতে হবে।

Alt + Ecs

কম্পিউটারে সক্রিয় বিভিন্ন প্রোগ্রাম দেখতে চাইলে এই কমান্ড ব্যবহার করা হয়।

Alt + F4

সক্রিয় অ্যাপলিকেশন এবং উইন্ডো বন্ধ করতে ব্যবহার করা হয়।

Alt + Spacebar

সক্রিয় প্রোগ্রামের জন্য নতুন উইন্ডো খুলবে।

Left Alt + Left Shift + Print Screen

ডিসপ্লে’র কনট্রাস্ট বাড়াতে এবং চালু ও বন্ধু করবে।

Left Alt + Left Shift + Num Lock

প্রোগ্রামের জন্য মাউস কি চালু ও বন্ধ করবে।

Alt + Left Arrow/Backspace

আগের পেইজে যেতে এই কমান্ড ব্যবহার করা হয়।

Alt + Right Arrow

পরের পেইজে যেতে ব্যবহৃত হয়।

Alt + Down Arrow

সিলেক্ট করা অংশটি ফেবারিট লিস্টে নিতে ব্যবহার করা হয়।

Alt + F4

  • সক্রিয় পেইজ কিংবা উইন্ডোবন্ধ করতে কিংবা-
  • কম্পিউটার রিস্টার্ট, লগ অফ, হাইবারনেট, স্লিপ মুডে নিতে কিংবা শাটডাউন দেয়ার জন্য উইন্ডো আনতে ব্যবহৃত হয়।

Alt + Enter

ডেস্কটপ, ফাইল এক্সপ্লোরার কিংবা উইন্ডো এক্সপ্লোরার এ- ফাইলের প্রোপার্টি তথ্য পেতে ব্যভহার করা হয়।

Ctrl + Alt + F

ফুল স্ক্রিন ভিউ দেখাবে

Ctrl + Alt + L

লেন্স ভিউ চালু করতে  এই কি সেট ব্যবহৃত হয়।

Ctrl + Alt + D

ডক ভিউয়ে দেখতে চাইলে Ctrl ধরে Alt D চাপতে হবে।

Ctrl + Alt + M

মাইক্রোসফট ডকুমেন্ট বা অফিসে কমেন্ট সেকশন ওপেন করবে এবং সাইকেল অর্ডারে দেখাবে

Ctrl + Alt + R

মাউসের সাহায্যে লেন্স রিসাইজ করতে  এই কমান্ড ব্যবহার করা হয়।

Ctrl + Alt + Spacebar

পুরো ডেস্কটপ দ্রুত ফুল স্ক্রিনে দেখতে চাইলে এই কি সেটা ব্যবহার করা হয়।

Comments