অ্যান্ড্রয়েডে ফন্ট পরিবর্তন করবেন যেভাবে...

ইলেক্ট্রনিক ডিভাইসগুলোর ডিসপ্লে’তে  সাধারণত এমন ধরণের সার্বজনীন ও সর্বজনগ্রাহ্য ফন্ট ব্যবহার করা হয়ে থাকে যা দীর্ঘক্ষণ ব্যবহারেও মস্তিষ্ক বা চোখে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না করে। তবে মানুষের পরিবর্তনশীল মনন সব সময়ই নতুন কিছু দেখতে চায়। কম্পিউটার, মোবাইলের মত নিত্য ব্যবহার্য ডিভাইসগুলোর ডিসপ্লে, কালার, ওয়ালপেপার, ব্যাকগ্রাউন্ড থিম এমনকি লেখার ফন্টেও ভিন্নতা আনেন ব্যবহারকারীরা। অন্যগুলো সহজ হলেও ফন্ট পরিবর্তন করা বেশ দুঃসাধ্য, বিশেষত মোবাইল ফোনের। বিভিন্ন অ্যাপ ব্যবহার করে স্মার্টফোনের ডিসপ্লে ফন্ট পরিবর্তন করা যায়। অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনের ডিসপ্লে ফন্ট পরিবর্তনের কিছু নিয়ম এখানে-

যেসব ফোনের বিল্ট ইন ফন্ট চেঞ্জার রয়েছে:

প্রতিটি ফোনেই কিছুটা আলাদা ফন্ট ব্যবহার করা হয় এর স্বাতন্ত্র্য প্রকাশে। তবে এর বাইরেও ব্যবহারকারীকে ভিন্ন স্বাদ উপহার দিতে কিছু স্মার্টফোনে অতিরিক্ত ফন্ট সংযুক্ত করে থাকে। স্যামসাং, এইচটিসি এবং এলজি এর মধ্যে অন্যতম।
এসব ফোনের বিল্ট ইন ফন্ট পরিবর্তন করতে ফোনের Setting অপশনে গিয়ে Display চাপুন। তারপর Font Style এ গিয়ে পছন্দ মত ফন্ট বাছাই করুন।
বাছাইকৃত ফন্টটি সঙ্গে সঙ্গেই কার্যকর হবে, এর জন্য ফোন রিবুট করার প্রয়োজন নেই। পরিবর্তিত ফন্ট ডিভাইসের ইন্টারফেস, স্ট্যাটাস বার, সিস্টেম মেন্যু এমনকি টেক্সট মেসেজেও দেখাবে।

লঞ্চার দিয়ে ফন্ট পরিবর্তন:

কাস্টমাইজ করে ভিন্ন আঙ্গিকের ফন্ট সেট করতে লঞ্চার অ্যাপ দিয়ে পরিবর্তন করতে হয়। এক্ষেত্রে প্লে স্টোর থেকে লঞ্চার অ্যাপ নামিয়ে নিতে হবে। স্টোরে অনেক রকম লঞ্চার আছে। সহজে ব্যবহার করা যায় এমন তিনটি লঞ্চার অ্যাপ দিয়ে ফন্ট পরিবর্তনের নিয়ম দেখানো হলো:

Apex Launcher:

স্টোর থেকে অ্যাপটি নামিয়ে চালু করে নিতে হবে। তারপর
Setting > App Drawer > Drawer Layout & Icons > Label Font
ধাপগুলো পর্যায়ক্রমে অনুসরণ করে আপনার স্মার্টফোন বা ট্যাবের ফন্ট ইচ্ছেমত পরিবর্তন করুন।

GO Launcher

ফোনের TTF ফন্ট ফাইল কপি করে নিন। এরপর অ্যাপটি চালু করে-
Tools > Preference > Personalization > Font > Select Font
GO Launcher এ ফন্ট পরিবর্তন করতে ফোন রিবুট করতে হয় না।

iFont

এই লঞ্চার অ্যাপটি স্যামসাং এর ডিভাইসের জন্য ডিজাইন করা হলেও পরবর্তীতে শাওমি, মেইজু, হুয়াওয়ে এইচটিসি, সনি এবং মটোরোলা ফোনের সার্পোটঅ্যাবল ভার্সন ছাড়া হয়।
লঞ্চার অ্যাপটি চালু করতে প্রথমে ফোনের Settings অপশনের Security তে গিয়ে “Unknown Sources.” সিলেক্ট করুন।
লঞ্চার অ্যাপের Online ট্যাব গিয়ে আপনার পছন্দসই ফন্ট ইনস্টল করুন। এরপর Download বাটনে চাপুন। তারপর Set বাটন চাপুন অথবা Setting > Display > Font Style নির্দেশনাটি অনুসরণ করুন। নতুন করে ইনস্টল করা ফন্টের লিস্ট দেখাবে সেখান থেকে New font পছন্দ করে ফোনের ফন্ট আপনার ইচ্ছানুযায়ী পরিবর্তন করুন। পুরো প্রক্রিয়ার শেষে স্বয়ংক্রিয়ভাবে ফন্ট পরিবর্তন হবে। ফোন রিবুট করার প্রয়োজন নেই।


Comments